বাংলা নিউজ > ঘরে বাইরে > মাদক পাচারের রুটে ভারতে বিস্ফোরক চালান করছে পাকিস্তান, গোয়েন্দা রিপোর্ট কী বলছে

মাদক পাচারের রুটে ভারতে বিস্ফোরক চালান করছে পাকিস্তান, গোয়েন্দা রিপোর্ট কী বলছে

দিল্লির গাজিপুরে বম্ব ডিজপোজাল স্কোয়াড।  (সৌজন্য - রাজ কে রাজ/ হিন্দুস্তান টাইমস ) (HT_PRINT)

ভারতে মাদকের পাচার পথে বিস্ফোরককে সীমান্তপার করতে আফগানিস্তানের হেরোইন ও আফিম পাচারকারীদের সাহায্যও নিয়ে যাচ্ছে পাক সন্ত্রাসবাদীরা।

সামনেই প্রজাতন্ত্র দিবস, তারপর রয়েছে দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে, রাজধানী দিল্লির গাজিপুরের ফুল মান্ডি থেকে সদ্য উদ্ধার হয়েছে আইইডি বিস্ফোরক। যার একটি টাইমার ছিল, এবং তা দবর থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলেও জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দিল্লি পুলিশের হাতে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, যে পথে পাকিস্তান থেকে মাদকের চোরা চালান হয়, সেই পথ দিয়েই এবার সেদেশ থেকে ভারতে ঢুকে পড়ছে বিস্ফোরক।

উল্লেখ্য, চোরা-গোপ্তা পথে ভারতের মাটিতে ঠিক কতটা পরিমাণ বিস্ফোরক পাকিস্তান পাঠিয়ে যাচ্ছে, তার নির্দিষ্ট সংখ্যা এখনও সামনে আসেনি। তবে কয়েকদিন আগেই, ভোটমুখী পঞ্জাবে পাঁচ থেকে ছয় কিলোগ্রামের ২০ টি আইইডি, ১০০ টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, পাকিস্তানের জঙ্গি শিবিরগুলি তাদের অধস্তনদের জানান দিয়েছে যে, টিফিন বম্ব বা আইইডিগুলি পঞ্জাবের বাইরেও পাচার করতে হবে। এক্ষেত্রে যেহেতু সামনেই হাইভোল্টেজ ২০২২ বিধানসভা নির্বাচন রয়েছে একাধিক রাজ্যে, তাতে মনে করা হচ্ছে, এই আইইডি সেই নির্বাচনকে টার্গেট করেই ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও মহারাষ্ট্র ও গুজরাতের মতো রাজ্যেও এই বিস্ফোরক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে বলে জানা গিয়েছে।

ভারতে মাদকের পাচার পথে বিস্ফোরককে সীমান্তপার করতে আফগানিস্তানের হেরোইন ও আফিম পাচারকারীদের সাহায্যও নিয়ে যাচ্ছে পাক সন্ত্রাসবাদীরা। শুধু যে স্থলপথেই এই যাত্রা নির্ধারণ হচ্ছে, তা নয়। জলপথেও ভারতে পাকিস্তান থেকে বিস্ফোরক ঢুকছে বলে খবর। এক অফিসারের বক্তব্য অনুযায়ী, 'আইইডি কনসাইনমেন্টগুলি মাদকের টাকায় চলছে।' গোয়েন্দাদের মতে, ভারতে সাম্প্রদায়ি সম্প্রীতিকে ভাঙতেই এমন বিস্ফোরক পাচার করে নতুন নাশকতার ছকে ব্যস্ত সীমান্তপারের সন্ত্রাসবাদীরা। ইতিমধ্যেই ২৬/১১ এর মুম্বই হামলার ঘটনায় এনআইএ-র হাতে ধৃত ডেভিড কোলম্যান হ হ্যাডলি জিজ্ঞাসাবাদে মুখ খুলে জানিয়েছে, পাকিস্তানে কীভাবে মাদক পাচারের টাকা সন্ত্রাসবাদী শিবিরগুলিতে ব্যবহার করা হয়। আর সেই সন্ত্রাসবাদীরাই সীমান্তে অস্ত্র সরবরাহ করে থাকে।

 

উল্লেখ্য, দিল্লির গাজিপুরের ঘটনায় দিল্লি পুলিশের পিসিআর সঠিক সময়ে সতর্কতা অবলম্বন করায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে দেশের রাজধানী। জানা গিয়েছে, একটি চিফিন বক্সে ওই বিস্ফোরক রাখা হয়। সঙ্গে ছিল পেরেক। যা বিস্ফোরণের ফলে প্রবল আঘাত হানতে পার ত রাজধানীর বুকে। এই বম্বের ঘরানাতেও বেশ কিছু নতুনত্ব লক্ষ্য করা গিয়েছে। ২০০৫ সাল থেকেই টিফিন বম্ব ইন্ডিয়ান মুজাহিদ্দিনের বিস্ফোরণ ঘটানোর একটি পন্থা ছিল। সরোজিনী নগর ও পাহাড়গঞ্জ মার্কেটের বিস্ফোরণেও তার ছাপ পাওয়া যায়। একই ঘরানা দেখা যায়, লখনউ, হালদোয়ানি, গোরক্ষপুর, বারাণসীর বিস্ফোরণেও। ফলে পাঁচ রাজ্যে নির্বাচন ও প্রজাতন্ত্র দিবসের আগে যে নিরাপত্তার আঁট আরও শক্ত হচ্ছে দেশে, তা বলাই যায়।

ঘরে বাইরে খবর

Latest News

‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.