আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদব খুন হলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। জানা গিয়েছে, দু'দিন আগে এই হত্যাকাণ্ড ঘটে। লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুন করিয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, কযালিফোর্নিয়ার স্টক্টন এলাকায় সুনীলের বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। সেখানে খুন হব সুনীল যাদব। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে সেই খুনের ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই ঘনিষ্ঠ গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা। দাবি করা হয়, পঞ্জাব পুলিশের সঙ্গে মিলে নাকি বিষ্ণোই গ্যাঙের অঙ্কিত ভাদুকে খুন করেছিল সুনীল। তারই প্রতিশোধ হিসেবে এবার সুনীলকে খুন করে রোহিত, গোল্ডিরা। (আরও পড়ুন: ভারতে তৈরি ১১ ওষুধের আমদানির ওপর নিষেধাজ্ঞা আমেরিকার, কিন্তু কেন?)
আরও পড়ুন: ১ বছরে অবিশ্বাস্য ১০০০০% লাফ মাল্টিব্যাগার শেয়ারের দামে, তারপর…
আরও পড়ুন: 'ভারতপোল'-এর নীলনকশা তৈরি করল CBI, কী কাজ করবে এটি? তদন্তে কেমন ভাবে হবে সাহায্য
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে 'লাল কম্বল রহস্য', সেই রাত নিয়ে কী বয়ান মৃত চিকিৎসকের সহকর্মীদের?
অভিযোগ করা হয়, সুনীল যাদব নাকি পঞ্জাবের পাশাপাশি হরিয়ানা এবং রাজস্থানে মাদক সরবরাহ করত। অভিযোগ, পুলিশের সঙ্গে মিলেই নিজের দু'নম্বরী ব্যবসা চালাত সুনীল। এরপর আরও দাবি করা হয়, অঙ্কিতের এনকাউন্টারের পর যখন বিষয়টি প্রকাশ্যে আসে, তখন আমেরিকায় পালিয়ে যায় সুনীল। এদিকে তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে আমেরিকা এবং দুবাইতে পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল সুনীল। রিপোর্ট অনুযায়ী, ভুয়ো নামে পাসপোর্ট করিয়ে ভারত থেকে পালাতে সক্ষম হয়েছিল সুনীল। (আরও পড়ুন: আরজি করের খুনকে 'আত্মহত্যা' বলে 'চালাতে চেয়েছিলেন' কে? সামনে চাঞ্চল্যকর রিপোর্ট)
আরও পড়ুন: বাংলাদেশিদের দিল্লিতে থাকার ব্যবস্থা করত... ব়্যাকেটের পর্দা ফাঁস, ধৃত ১১
আরও পড়ুন: 'মুক্তিযুদ্ধের চেতনার নামে…', নাম না নিয়ে ভারতকে নিয়ে বড় মন্তব্য জামাত প্রধানের
আরও পড়ুন: পাক মহিলার গর্ভে ভারতীয় সন্তান, পঞ্চমবার মা হচ্ছেন 'PUBG প্রেমিকা' সীমা হায়দার
এই নিয়ে ভারতের এক সিনিয়র পুলিশ অফিসারকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, 'সুনীল যাদব পঞ্জাবের ফাজিলকার আবোহারের বাসিন্দা। ও এখানের প্রশাসনের চোখে ধুলো দিয়ে আমেরিকায় পালাতে সক্ষম হয়েছিল। দুই বছর আগে দিল্লি থেকে রাহুল নামে একটি পাসপোর্ট ইস্যু করায় সুনীল। সেই পাসপোর্ট ব্যবহার করে সে আমেরিকায় পালায়।' এদিকে জানা গিয়েছে, সুনীল আমেরিকায় পালানোর পরপরই রাজস্থান পুলিশ তার নামে রেড কর্নার নোটিশ জারি করে। সুনীলের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী দুবাইতে গ্রেফতার হয়েছিল এর মধ্যে।