প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি পদক প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছেন পুণের প্রাক্তন সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সুনীল তাম্বে। তিনি পোর্শে কাণ্ডের তদন্তকারী অফিসার ছিলেন। এছাড়া, রাজ্য ওয়্যারলেস বিভাগ এবং পুণের এসপি রাজেশ বানসোড়ের নামও ঘোষণা ঘোষণা করা হয়েছে। বিশেষ সেবার জন্য তাদের রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়া হবে।
আরও পড়ুন: পুণের পোর্শে কাণ্ডে অভিযুক্ত নাবালককে জামিন দিল বম্বে হাইকোর্ট
জানা যাচ্ছে, সুনীল তাম্বে বর্তমানে পুণের রাজ্য কারাগার বিভাগে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ভিজিল্যান্স অফিসার) হিসাবে নিযুক্ত রয়েছেন। এসিপি (অপরাধ) থাকাকালীন তিনি পোর্শে দুর্ঘটনার তদন্ত করেছিলেন। সেই মামলার তদন্তে ১৭ বছর বয়সি গাড়ির চালকের বাবা-মা, সাসুন জেনারেল হাসপাতালের তিন কর্মী এবং দুজন মধ্যস্থতাকারীকে গ্রেফতার করেছিলেন। এছাড়াও, তিনি ললিত পাটিল মাদকের মামলার তদন্তও চালিয়েছিলেন। প্রায় ৩৬০০ কোটি টাকার মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল এই মামলায়। এর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন তিনি। গ্যাংস্টার শারদ মোহলের হত্যা মামলারও তদন্ত করেছিলেন তিনি। একটি অনুষ্ঠানের সময় এই আধিকারিকদের পদক দেওয়া হবে।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুনীল তাম্বে ১৯৮৯ সালে সাব-ইন্সপেক্টর হিসাবে রাজ্য পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০২০ সালে তিনি এসিপি পদে উন্নীত হন। তিনি আগামী ৩১ জানুয়ারি চাকরি থেকে অবসর নেবেন।এছাড়া, রাজেশ বানসোড়ে যিনি ওয়ারলেস বিভাগের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের (সদর দফতর) দায়িত্বে রয়েছেন তাঁকেও এই রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে। তিনি এর আগে পুণে পুলিশে ডিসিপি (অপরাধ) পদে নিযুক্ত ছিলেন এবং রাজ্যের দুর্নীতি দমন ব্যুরোর এসপি হিসাবেও কাজ করেছেন।
রাজ্যের অন্যান্য প্রাপকদের মধ্যে রয়েছেন রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্স ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ রামচন্দ্র কেন্দে এবং পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশ কমিশনারেটের অধীনে ইন্সপেক্টর মধুকর সাওয়ান্ত। রাজ্য কারাগার বিভাগ থেকে সংশোধনমূলক পরিষেবার জন্য রাষ্ট্রপতির পদক প্রাপ্তরা হলেন, কোলহাপুর কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত সুপার বিবেক জিন্দে, ইয়েরওয়াড়ার দৌলতরাও যাদব জেল অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটের হাভালদার প্রহ্লাদ কুদালে, ইয়েরওয়াড়ার হাভালদার গণেশ গায়কওয়াড়, তুলসীরাম গোরভে প্রমুখ।