তদন্তমূলক সাংবাদিকতা আর সেই অর্থে দেখা যায় না ভারতে। আক্ষেপের সুরে এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। সাংবাদিক ইউ সুধাকর রেড্ডির লেখা লেখা একটি বই প্রকাশের অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেখানেই তাঁর আক্ষেপ, আগে যেভাবে আলোড়ন ফেলা খবর প্রকাশ করক সংবাদমাধ্যম, তেমনটা আর দেখা যায় না এখন।
এই বিষয়ে গতকাল প্রধান বিচারপতি বলেন, ‘আমি আজকের সংবাদ মাধ্যমের বিষয়ে ব্যক্তিগত মতামত জানানোর স্বাধীনতা চাইছি। দুর্ভাগ্যবশত ভাবে তদন্তমূলক সাংবাদিকতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমের দুনিয়া থেকে।’ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমষ্টিগত ব্যর্থতা মিডিয়াকে তুলে ধরতে হবে বলে জানান প্রধান বিতারপতি। তাঁর কথায়, জনগণকে সচেতন করার দায়িত্ব নিতে হবে সংবাদ মাধ্যমকে।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা যখন বড় হচ্ছিলান সেই সময়টায় আমরা অধীর আগ্রহে সংবাদপত্রের অপেক্ষায় থাকতাম। সেই সময়ে দেশের বড় বড় সব কেলেঙ্কারি ফাঁস করেছে সংবাদমাধ্যমে। সেই সময়কার সংবাদপত্রগুলি আমাদের হতাশ করেনি। গুরুত্বপূর্ণ খবর নিয়ে লেখা সংবাদপত্রের প্রতিবেদন পরবর্তীতে গুরুতর প্রভাব ফেলত। কিন্তু এখন, একটি বা দুটি বাদে, আমি সেই ধরনের সাড়া ফেলে দেওয়া কোনও প্রতিবেদন পড়েছি বলে মনে করতে পারছি না।’