কলকাতা থেকে চুরি হওয়া আইফোন ১ বছর পর উদ্ধার হল বাংলাদেশে। ফোন উদ্ধার হওয়ার খবর যেন বিশ্বাস হচ্ছে না ফোনের মালিক মৌটুসি গঙ্গোপাধ্যায়ের। ফোনটি কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ পুলিশ।
আরও পড়ুন - বাংলায় তৃণমূল শরিয়া আদালত চালাচ্ছে, চোপড়ার ঘটনায় দাবি BJP নেতা অমিত মালব্যের
পড়তে থাকুন - স্কুলের নবীনবরণে ছাত্রদের জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ার অভিযোগ TMC নেতা শিক্ষকের বিরুদ্ধে
ক্রিকেটের প্রতিদ্বন্দিতা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় একে অপরের মুন্ডুপাত করছেন ২ দেশের ভক্তরা। তখন ভারত থেকে পাচার হওয়া আইফোন এক বছর পর উদ্ধার করে চমকে দিল বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে গত ২৬ জুলাই মৌসুমীদেবীর মেয়ের কাছ থেকে ফোনটি চুরি যায়। সঙ্গে সঙ্গে লালবাজারে অভিযোগ জানান তিনি। লালবাজারের আধিকারিরা জানান ২৪ ঘণ্টার মধ্যে ফোনটি বাংলাদেশে পাচার হয়ে গিয়েছে। ফলে রাজ্যের পুলিশের পক্ষে সেটি উদ্ধার করা সম্ভব নয়। ফোন উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলেন মৌসুমী গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে ইউটিউবে একটি ভিডিয়ো দেখে জানতে পারেন বাংলাদেশের পুলিশ আধিকারিক মিলটন কুমার দেবদাসের ফোন উদ্ধারে বিশেষ কৃতিত্ব রয়েছে। সঙ্গে সঙ্গে ওই পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ফোনের বিস্তারিতসহ যাবতীয় নথি পাঠান হোয়াটসঅ্যাপে। সেই নথির সূত্র ধরেই রবিবার বাংলাদেশের কেরানিগঞ্জে এক ব্যক্তির কাছ থেকে ফোনটি উদ্ধার করেন মিলটন।
বাংলাদেশের শাহজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, ফোনটি খোঁজার জন্য আমি লেগে পড়ে ছিলাম। প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৩০ বার আমি ফোনটি কোথায় রয়েছে জানার চেষ্টা করেছি। শেষবার যখন দেখলাম ফোনটিতে একটা সিম ব্যবহার হচ্ছে বিশ্বাস করতে পারিনি। এর পর ফোনটির অবস্থান চিহ্নিত করে পুলিশ বাহিনী নিয়ে সেটিকে উদ্ধার করি। তিনি জানিয়েছেন, ৭৪ হাজার ভারতীয় টাকায় কেনা হয়েছিল ফোনটি। বাংলাদেশি টাকায় যার মূল্য ১ লক্ষ টাকারও বেশি। সেই ফোন বাংলাদেশে পাচার হওয়ার পর বিক্রি হয়েছিল মাত্র ১৭ হাজার বাংলাদেশি টাকায়। ফোনটি ভারত থেকে কিনে এনে বাংলাদেশে বিক্রি করা হয়েছে বলে ক্রেতাকে জানিয়েছিলেন বিক্রেতা। কে ফোনটি বিক্রি করেছিলেন তা জানার চেষ্টা করছে বাংলাদেশ পুলিশ।
আরও পড়ুন - উনি 'বুলডোজার মাতা' হয়ে উঠেছেন, কাকে একথা বললেন সুকান্ত মজুমদার?
মিলটন জানিয়েছেন, ফোনটি কলকাতায় বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে মৌটুসি গঙ্গোপাধ্যায়কে ফেরানোর চেষ্টা চলছে। ওদিকে ফোন উদ্ধারের খবরে আনন্দে আত্মহারা মৌটুসি দেবী।
বলে রাখি, এরকমই বাংলাদেশের ঢাকা থেকে চুরি যাওয়া একটি দামি স্যামসাং ফোন মাস খানেক আগে উদ্ধার হয়েছিল মুম্বই থেকে।