বাংলা নিউজ > ঘরে বাইরে > Iran Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, প্রাণ হারালেন কমপক্ষে ৭ জন

Iran Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, প্রাণ হারালেন কমপক্ষে ৭ জন

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। কম্পনের জেরে কয়েকশো মানুষ আহত হন। ইরানের সরকারি সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, অন্তত পক্ষে ৪৪০ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, গতরাতে স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ ইরান-তুরষ্ক সীমান্তবর্তী খয় নামক শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। কম্পনের জেরে কয়েকশো মানুষ আহত হন। ইরানের সরকারি সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, অন্তত পক্ষে ৪৪০ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, গতরাতে স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ ইরান-তুরষ্ক সীমান্তবর্তী খয় নামক শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, শক্তিশালী কম্পন ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলির আরও অনেক শহরেও অনুভূত হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল খয় শহরের ১৪ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে উৎপন্ন হয় এই কম্পনটি। (আরও পড়ুন: মোদীর সাধের বন্দে ভারতে আবর্জনার স্তূপ, ছবি ভাইরাল হতেই উঠছে নানা প্রশ্ন)

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় তুষারপাত হচ্ছে বলে জানা গিয়েছে। এর জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছা সাধারণ মানুষকে। উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে এতে। তবে প্রতিকূলতার মাঝেও মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে তৎপর হয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরান বড় ধরনের সিসমিক ফল্টের মধ্যে রয়েছে। প্রতিদিন গড়ে একটি ভূমিকম্প অনুভূত হয় এই দেশে। ১৯৯০ সালে ইরানে ৭.৪ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ৪০ হাজারেরও বেশি মানুষ। গহহীন হয়ে পড়েছিলেন কয়েক লাখ মানুষ। এরপর ২০০৩ সালে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প ঐতিহাসিক শহর বামকে ধুলোতে মিশিয়ে দিয়েছিল। তাতে ২৬ হাজার মানুষ মারা গিয়েছিলেন। ২০১৭ সালেও পশ্চিম ইরানে আঘাত হানে ৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প। তাতে ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৯ হাজার জনেরও বেশি আহত হয়েছিল। এর আগে ২০২২ সালের জুলাই মাসেও দক্ষিণ ইরানে এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন পাঁচজন। আহত হয়েছিলেন ৪৪ জন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন