বাংলা নিউজ > ঘরে বাইরে > Iran attacks Israel: ইজরায়েলকে ‘টার্গেট’ করে পরপর মিসাইল ছুড়ল ইরান! এরপরও মোহনবাগানের শাস্তি হবে?

Iran attacks Israel: ইজরায়েলকে ‘টার্গেট’ করে পরপর মিসাইল ছুড়ল ইরান! এরপরও মোহনবাগানের শাস্তি হবে?

তেল আভিভের আকাশে একটি রকেট। (ছবি সৌজন্যে রয়টার্স)

ইজরায়েলকে ‘টার্গেট’ করে ইরান মিসাইল ছুড়েছে। তার ফলে মধ্য-প্রাচ্যে যে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ম্যাচ খেলতে ইরানে না গেলে মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে হবে? উঠছে প্রশ্ন।

আমেরিকার আশঙ্কাই সত্যি হল। ইজরায়েলকে ‘টার্গেট’ করে মিসাইল ছুড়ল ইরান। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের তেল আভিভে সাইরেন বেজে উঠেছে। বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। জেরুসালেমের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, ইজরায়েলের এক কোটি সাধারণ নাগরিককে ‘টার্গেট’ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ইরানের ছোড়া মিসাইলে কোনও হতাহতের খবর মেলেনি বলে দাবি করেছে ইজরায়েল। 

পালটা জবাব দিলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি ইরানের

আর সেই হামলার পরে ইজরায়েল চুপ করে বসে থাকবে না বলে মত সংশ্লিষ্ট মহলের। সোমবারও ইজরায়েলের তরফে স্পষ্ট বলা হয়েছিল যে মধ্য-প্রাচ্যের এমন কোনও জায়গা নেই, যেখানে তারা পৌঁছাতে পারবে না। 

মঙ্গলবার কয়েক ডজন মিসাইল ছোড়ার পরে ইরানের তরফে পালটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইজরায়েল যদি সামরিক পথে জবাব দেয়, তাহলে ফল ভুগতে হবে। সেই পরিস্থিতিতে মধ্য-প্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেদিকে ভারত-সহ পুরো বিশ্বেরই নজর আছে। চোখ আছে মোহনবাগান সুপার জায়ান্টেরও। 

মোহনবাগান আদৌও কোনও ভুল করছে?

বুধবার ইরানেই মোহনবাগানের ম্যাচ পড়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা আছে। কিন্তু ইরানের মদতপুষ্ট হিজবুল্লা জঙ্গি সংগঠনের উপরে হামলা চালানোর পরে মধ্য-প্রাচ্যে যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি আছে বলে দাবি করে এএফসিকে সেই ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে সবুজ-মেরুন বাহিনী। আজ ম্যাচ-পূর্ববর্তী সাংবাদিক বৈঠকেও মোহনবাগান হাজির ছিল না। 

আরও পড়ুন: Hezbollah leader Hassan Nasrallah: ৩২ বছর পরে এয়ারস্ট্রাইকে হিজবুল প্রধানকে খতম করল ইজরায়েল! এই হাসান কে? মৃত মেয়েও

আর তার জেরে মোহনবাগানকে এএফসির শাস্তির মুখে পড়তে হতে পারে বলে একটি মহলের তরফে আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু যে অঞ্চলে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, সেখানে খেলতে না যাওয়ার জন্য মোহনবাগানকে শাস্তি দেওয়া আদৌও উচিত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে এল ইজরায়েলের সামরিক বাহিনীর বিবৃতির পরে। 

আরও পড়ুন: Hezbollah Chief Final Moments: মাটির নীচের গোপন বাঙ্কারেই বিষাক্ত গ্যাসে ছটফট করে মরেছেন হেজবোল্লা প্রধান, দাবি রিপোর্টে

যদিও মোহনবাগানের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে কিনা, তা নিয়ে আপাতত এএফসির তরফে মুখ খোলা হয়নি। এএফসির তরফে আপাতত শুধু জানানো হয়েছে, মোহনবাগান যে ইরানে যেতে চাইছে না, সেই বিষয়টি নিয়ে অবহিত এশিয়ার ফুটবল ফেডারেশন। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত এএফসি কমিটির কাছে পাঠানো হবে। উপযুক্ত সময় তথ্য জানানো হবে বলে আশ্বাস দিয়েছে এএফসি।

আরও পড়ুন: Modi-Netanyahu Phone Call: ‘বিশ্বে সন্ত্রাসের কোনও জায়গা নেই’, যুদ্ধের মাঝে ইজরায়েলের PM নেতানিয়াহুকে ফোন মোদীর

ইজরায়েলকে সাহায্য করতে বললেন বাইডেন 

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলকে লক্ষ্য করে ইরান যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলি গুলি করে নামানোর কাজে 'বন্ধু'-কে সাহায্য করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে তিনি পুরো পরিস্থিতির উপরে নজর রেখেন। তাঁদের নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।

পরবর্তী খবর

Latest News

বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.