প্রথমবারের মতো ইরান সরকারের মুখপাত্র হলেন একজন মহিলা। মাসুদ পেজেশকিয়ান সরকারের মুখপাত্র হিসাবে নিযুক্ত করা হয়েছে ফাতেমেহ মোহাজেরানিকে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি।
কে এই ফাতেমেহ মোহাজেরানি
৫৪ বছর বয়সী মোহাজেরানি এডিনবার্গ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডক্টরেট করেছেন। এর আগে তিনি একাদশ তম হাসান রোহানি সরকারের সময়, নারীদের জন্য শরীয়তি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী সাইয়িদ মোহাম্মদ বাথাই মোহাজেরানিকে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসাবে মনোনীত করেছিলেন এবং তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য পদেও অধিষ্ঠিত ছিলেন।
আরও পড়ুন: (A1 ও A2 দুধের বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা তুলল FSSAI)
উল্লেখ্য, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আমলে শুধুমাত্র ফাতেমেহ মোহাজেরানিই নন, উঁচু সরকারি পদে নিজেদের জায়গা করে নিয়েছেন আরও বেশ কয়েকজন গুণী মহিলা।
শিনা আনসারি
গত সপ্তাহে আলি সালজেগেহকে সরিয়ে শিনা আনসারিকে পরিবেশ বিভাগের প্রধান পদে নিয়োগ করেছেন। আনসারির পরিবেশগত কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফাতেমেহ মোহাজেরানী বিজ্ঞান ও গবেষণা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ ব্যবস্থাপনায় পিএইচডি করেছেন। তিনি তেহরানের এয়ার কোয়ালিটি কন্ট্রোল সেন্টারের একজন উপদেষ্টা ছিলেন এবং এর আগে পৌরসভার পরিবেশ উন্নয়নের প্রধান হিসেবে কাজ করেছেন, পাশাপাশি পরিবেশ অধিদপ্তরে পরিবেশ দূষণ পর্যবেক্ষণের জেনারেল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: (RG Kar Doctor Death: ‘যথেষ্ট হয়েছে!’ আরজি কর নিয়ে বিস্ফোরক রাষ্ট্রপতি, খোঁচা দিতে নামলেন তৃণমূলের কুণাল)
ফারজানেহ সাদেক মালভাজার্ড
পেজেশকিয়ানের মন্ত্রিসভা আবার ইরানের দ্বিতীয় মহিলা মন্ত্রী হিসেবে ফারজানেহ সাদেক মালভাজার্ডকে নিযুক্ত করেছে। তিনিই হবেন নতুন সড়ক ও নগরোন্নয়ন মন্ত্রী। এই আগে, তিনি ২০১৯ সালের জানুয়ারি ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত নগর পরিকল্পনা ও স্থাপত্যের উপমন্ত্রী ছিলেন। সংসদে যখন তাঁর নিয়োগ নিয়ে আলোচনা হয়েছিল, কিছুটা বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন সাদেক। তবে, তা সত্ত্বেও তিনি ২৮৫ জন আইন প্রণেতার মধ্যে ২৩০ জনের কাছ থেকে অনুমোদন পেয়েছিলেন। ৪৮ বছর বয়সী, সাদেক মালভাজার্ড ওয়াহিদ দাস্তজেরদিকে অনুসরণ করেন, যিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠকে সরকারের তথ্য কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসাবে ইরানের সংসদের প্রাক্তন সদস্য ইলিয়াস হজরতীকে নিযুক্ত করা হয়েছে।