হেলিকপ্টার দুর্ঘটনায় খুব সম্ভবত প্রায়ত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেদেশের বিদেশমন্ত্রী হোসাইন আমিরাবদোল্লাহিয়ান। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-র পক্ষ থেকে এই নিয়ে জানানো হয়েছে, হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে 'প্রাণের অস্তিত্বের কোনও সন্ধান মেলেনি'। উল্লেখ্য, রবিবার আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন সেদেশের প্রেসিডেন্ট। সেখান থেকে তেহরানে ফেরার সময় উত্তরপশ্চিম ইরানের জোলফার পাহাড়ি অঞ্চলে রাইসির হেলিকপ্টারটি ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গতকাল রাইসি নিখোঁজ হয়ে যাওয়ার পরই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। (আরও পড়ুন: মুম্বইয়ের ৬ লোকসভা আসনে ভোট আজ, দল ভাঙনের জগাখিচুড়িতে কে কোথায় শক্তিশালী?)
আরও পড়ুন: ভোট পঞ্চমীর ৪৯টি আসনের কটিতে গতবার ফুটেছিল পদ্ম? আজকের দফায় কে কোথায় এগিয়ে?
রিপোর্ট অনুযায়ী, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর তেহরানে ফিরছিলেন রাইসি এবং আমিরাবদোল্লাহিয়ান। জানা গিয়েছে, উড়ান শুরুর ৩০ মিনিট বাদে ঘন মেঘের মাঝে হারিয়ে গিয়েছিল রাইসির কপ্টারটি। প্রেসিডেন্টের সেই কনভয়তে মোট তিনটি হেলিকপ্টার ছিল। এর মধ্যে বাকি দুটি হেলিকপ্টার অবশ্য সুরক্ষিত ছিল। সেই দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল পার্বত্য এলাকায় তল্লাশি শুরু করে। খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে উদ্ধারকারী দলের। পরে উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাশিয়া। বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল সহ হেলিকপ্টার পাঠিয়েছিল মস্কো। পরে ইরানের রেড ক্রেসান্টের প্রধান জানান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের খোঁজ পাওয়া গিয়েছে। উদ্ধারকারী দল সেই দিকে এগোচ্ছে। কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। পরে ইরানের সংবাদমাধ্যম জানায়, ভেঙে পড়া হেলিকপ্টারে কারও বেঁচে থাকার চিহ্ন পাওয়া যায়নি। উল্লেখ্য, পাহাড়ে ভেঙে পড়ার পরে চপারটিতে আগুন ধরেছিল। জানা যায়, তুরস্কের ড্রোনের সাহায্যে পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু লক্ষ্য করা গিয়েছিল। সেখানে গিয়েই সেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ চিহ্নিত করা যায়। (আরও পড়ুন: আজ ভোট বাংলার ৭ আসনে, ২০২১ সালের নিরিখে আসন ধরে ধরে কোথায় এগিয়ে BJP, TMC?)
আরও পড়ুন: 'BJP এজেন্টের গায়ে হাত দিলে...', সুর চড়ালেন লকেট, রচনাকে আহ্বান বিজেপিতে
এদিকে রাইসির মৃত্যুর পর এবার সেদেশের রাষ্ট্রপতি হতে পারেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মোহাম্মদ মোখবার নামে সিলমোহর দিলেই তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন। এদিকে রাইসির মৃত্যুর পরে মধ্যপ্রাচ্যের রাজনীতির দিকে নজর থাকবে গোটা বিশ্বের।