বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: হিজাব ছাড়াই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইরানের অ্যাথলিট! নীরবে প্রতিবাদে গর্জে উঠলেন এলনাজ

Viral Video: হিজাব ছাড়াই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইরানের অ্যাথলিট! নীরবে প্রতিবাদে গর্জে উঠলেন এলনাজ

এলনাজ রেকাবি।

২২ বছর বয়সী মাহাসা আমিনির মৃত্য়ু ঘিরে কার্যত তোলপাড় ইরান। ১৬ সেপ্টেম্বর সেখানে মহাসার মৃত্যু হয় পুলিশি হেফাজতে। এরপর থেকেই অভিযোগ ওঠে হিজাব বিরোধিতায় প্রতিবাদী মাহাসাকে ইরানের প্রশাসন মারধর করে হত্যা করেছে। প্রতিবাদের আগুন জ্বলে ওঠে দিকে দিকে। উঠে আসে বহু মৃত্যুর ঘটনা।

হিজাব বিরোধী প্রতিবাদের আগুনে জ্বলছে ইরান। এরই মাঝে ইরানের অ্যাথলিট এলনাজ রেকাবি হিজাব ছাড়াই সিওলো আয়োজিত আন্তর্জাতিক ক্লাইম্বিং কম্পিটিশনে অংশ নিয়েছেন। হিজাব ছাড়া এভাবে অ্যাথলিটের প্রতিযোগিতায় অংশ নেওয়া কার্যত ইরানে ধর্মীয় নীতি বিরোধী। তবে বর্তমানে হিজাব বিরোধিতায় জ্বলছে ইরান। তারপরই অ্যাথলিটদের এমন প্রতিবাদ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

২২ বছর বয়সী মাহাসা আমিনির মৃত্য়ু ঘিরে কার্যত তোলপাড় ইরান। ১৬ সেপ্টেম্বর সেখানে মহাসার মৃত্যু হয় পুলিশি হেফাজতে। এরপর থেকেই অভিযোগ ওঠে হিজাব বিরোধিতায় প্রতিবাদী মাহাসাকে ইরানের প্রশাসন মারধর করে হত্যা করেছে। প্রতিবাদের আগুন জ্বলে ওঠে দিকে দিকে। উঠে আসে বহু মৃত্যুর ঘটনা। এদিকে, ইরান প্রশাসন দাবি করে মাহাসা অসুস্থতার জেরে মারা গিয়েছেন। উল্লেখ্য, ইরানে ১৯৭৯ সালর পর এই প্রথমবার এতবড় বিপ্লব দেখা গিয়েছে। সেই বিপ্লবের আঁচ এবার সেদেশের মহিলা অ্যথলিটদের মধ্যেও দেখা গেল। তারই প্রমাণ সিওলের ঘটনা।

ইরানে হিজাব বিরোধী প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি সেদেশের বহু অভিনেতা, গায়ক গায়িকারাও গর্জে উঠেছেন। ইরানের নীতি পুলিশের বিরুদ্ধে গায়িকা শেরভিন হাজিপুরের গাওয়া গান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে এই গান। তবে ইরানে এই প্রতিবাদে অংশগ্রহণকারী সেলেবদেরও ছেড়ে কথা বলছে না প্রশাসন।

 

 

 

 

 

 

বন্ধ করুন