বাংলা নিউজ > ঘরে বাইরে > Iran-backed Hezbollah attacks Israel: বদলার আগুনে ফুটছে ইরান, ইজরায়েলে মুহূর্মুহূ রকেট ছুড়ল হেজবুল্লা, বিশ্বযুদ্ধ যেন

Iran-backed Hezbollah attacks Israel: বদলার আগুনে ফুটছে ইরান, ইজরায়েলে মুহূর্মুহূ রকেট ছুড়ল হেজবুল্লা, বিশ্বযুদ্ধ যেন

রকেট আসছে? ইন্টারসেপ্ট করতে ইজরায়েলের আয়রন ডোম ডিফেন্স সক্রিয়। (ছবি সৌজন্যে পিটিআই)

‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য। ইরানের হুমকির পরে ইজরায়েলে পরপর রকেট আক্রমণ চালাল জঙ্গিগোষ্ঠী হিজবুল। ইরানের মদতপুষ্ট গোষ্ঠীর দাবি, প্যালেস্তাইনিদের সমর্থন এবং লেবাননে ইজরায়েলে হামলার বিরুদ্ধে এই রকেট হামলা চালানো হল।

উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়ল। কারণ শনিবার রাতের দিকে (ইংরেজি মতে) ইজরায়েলে পরপর রকেট ছোড়া হয়েছে বলে দাবি করল হেজবুল্লা। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে যে লেবাননের কাফার কিলা এবং দেইর সিরিয়ানে যে হামলা চালিয়েছে ইজরায়েল, তারই পালটা হিসেবে উত্তর ইজরায়েলের বেইট হিলেলে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে। ইরানের মদতপুষ্ট গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে, লেবাননে যে হামলা চালানো হয়েছে, তার জেরে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তারই জবাব দেওয়া হল। সেইসঙ্গে প্যালেস্তাইনিদের সমর্থনে সেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হেজবুল্লা।

কোথায় রকেট হামলা চালানো হয়েছে?

সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলি মিডিয়ায় দাবি করা হয়েছে যে দক্ষিণ লেবানন থেকে আপার গ্যালিলির দিকে প্রায় ৫০টি রকেট ছোড়া হয়েছে। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে যে ওই এলাকায় ইজরায়েলের আয়রন ডোম ডিফেন্স সক্রিয় করে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সেই হামলার ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর মেলেনি। যদিও ওই হামলার পরিপ্রেক্ষিতে আপাতত ইজরায়েলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: Air India cancels Tel Aviv Flights: বড় ঝামেলা হতে পারে ইজরায়েল-ইরানের মধ্যে! ৭ দিন বিমান বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া

ইজরায়েলের হাত মজবুত করার আশ্বাস আমেরিকার

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন দাবি করেছেন, ইরান, লেবাননের হিজবুল্লা এবং ইরানের মদতপুষ্ট অন্যান্য জঙ্গিগোষ্ঠীর কারণে সুরক্ষা সংক্রান্ত যে বিপদ তৈরি হয়েছে, তা নিয়ে ইজরায়েলের সঙ্গে কথা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে বাড়তি পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। ইতিমধ্যে লেবাননে থাকা মার্কিনদের জরুরি ভিত্তিতে দেশে ফেরার নির্দেশ দিয়েছে আমেরিকা।

বদলার আগুনে ফুটছে ইরান

গত বুধবার তেহরানে হামাস গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়েহের মৃত্যুর পর থেকেই ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। সেই ঘটনার কয়েক ঘণ্টা আগেই লেবাননের রাজধানী বেইরুটে হেজবুল্লা কম্যান্ডারকে খতম করে দিয়েছিল ইজরায়েল। 

আরও পড়ুন: Hamas leader Ismail Haniyah: তেহরানের অভিজাত এলাকায় থাকত হামাস প্রধান, দু'মাস ধরেই টার্গেট করা হচ্ছিল তাকে

সেই পরিস্থিতিতে ইরান যে বদলার হুঁশিয়ারি দিয়েছে, তাতে হেজবুল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আবার ইজরায়েলও যে ছেড়ে কথা বলবে না, তা নিয়েও কোনও সন্দেহ নেই বিশেষজ্ঞদের। সবমিলিয়ে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য।

আরও পড়ুন: Khameni orders attack on Israel: ইরানের মাটিতে হামাস প্রধান খুন হতেই ইজরায়েলে হামলার নির্দেশ খামেনির

পরবর্তী খবর

Latest News

‘ম্যাসেজ করে সাইজ জানতে চায়…’, অভিযোগে বিদ্ধ জয়জিৎ! ফোনে হেসে ফেলে জবাব দিলেন… আমি ওর খুব বড় ভক্ত- কোহলি, স্মিথ বা রুটের মধ্যে সেরা কে? কাকে বাছলেন উইলিয়ামসন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ গঠন বোলপুরে, সব জেলায় গড়বে সরকার ‘আজ প্রমাণ হল যে কোনও সুবিবেচক মানুষ তৃণমূলের সঙ্গে সহবৎ করতে পারেন না’ আরজি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ? CBI নজরে শাসকদলের ২ 'প্রভাবশালী' নেতা রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.