বাংলা নিউজ > ঘরে বাইরে > Iranian Singer without Hijab: হিজাব পরেননি, মুক্ত দেশের আশায় গেয়েছেন গান! সেই তরুণীকে ‘শিক্ষা’ দিতে কোমর বাঁধছে ইরান

Iranian Singer without Hijab: হিজাব পরেননি, মুক্ত দেশের আশায় গেয়েছেন গান! সেই তরুণীকে ‘শিক্ষা’ দিতে কোমর বাঁধছে ইরান

পরস্তু আহমেদি (ইউটিউব)

আহমেদির তরফে তাঁর দর্শকদের উদ্দেশ্যে দেওয়া একটি বার্তায় বলা হয়, ‘আমি পরস্তু। আমি সেই মেয়ে, যে আর চুপ করে থাকতে পারছে না। এবং যে দেশকে সে ভালোবাসে, তার জন্য গান গাওয়া বন্ধ করতে সে আর রাজি নয়। এক কাল্পনিক অনুষ্ঠানে আমার এই সুর শুনুন। এবং একটি মুক্ত ও সুন্দর দেশের স্বপ্ন দেখুন।’

বিচারের নামে আবারও প্রহসন! ইসলামকে শিখণ্ডী করে কট্টরপন্থীদের তাণ্ডব! কারণ, তাদের ফতোয়ার পরোয়া না করেই এক শিল্পী সমগ্র বিশ্বের সামনে তাঁর শিল্পের প্রদর্শন করেছেন! আর, তাঁর এই 'দুঃসাহস' নজরে আসার পর থেকেই তেলেবেগুনে জ্বলছে কট্টরপন্থীরা। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ওই তরুণী শিল্পীকে তাঁর এই 'বেআইনি' আচরণের ফল ভোগ করতে হবে!

এই ঘটনা ইরানের। সম্প্রতি সেখানকার নাগরিক ওই শিল্পী হিজাব না পরেই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আর, তারপরই তাঁর বিরুদ্ধে 'আইনি এবং ধর্মীয় মাপকাঠি লঙ্ঘন' করার অভিযোগ তুলেছে ইরানের বিচার বিভাগ। তাদের মতে, ওই তরুণী ইসলামপন্থী ওই দেশের কঠোর পোশাক বিধি লঙ্ঘন করে বিরাট অপরাধ করে ফেলেছেন!

গত বুধবার গভীর রাতে ইউটিউবের মাধ্যমে ওই সঙ্গীতানুষ্ঠানে যোগ দেন পরস্তু আহমেদি। সেই অনুষ্ঠানে তাঁকে হিজাব পরতে দেখা যায়নি। বদলে তিনি একটি কালো রঙের অফ-শোল্ডার লং ড্রেস পরে গান গেয়েছেন। যা তাঁকে আরও সুন্দর করে তুলেছে।

সূত্রের দাবি, ওই ভিডিয়োটির শুটিং করা হয়েছিল ইরানেই। সেখানে সামনাসামনি কোনও দর্শক ছিলেন না। আহমেদির সঙ্গে ছিলেন কেবলমাত্র তাঁর চারজন পুরুষ সহকর্মী। তাঁরা তাঁর পিছনে দাঁড়িয়ে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়েছেন।

এই ইউটিউব ভিডিয়োটির আগে ও পরে আহমেদির তরফে তাঁর দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়। তাতে লেখা ছিল, 'আমি পরস্তু। আমি সেই মেয়ে, যে আর চুপ করে থাকতে পারছে না। এবং যে দেশকে সে ভালোবাসে, তার জন্য গান গাওয়া বন্ধ করতে সে আর রাজি নয়। এক কাল্পনিক অনুষ্ঠানে আমার এই সুর শুনুন। এবং একটি মুক্ত ও সুন্দর দেশের স্বপ্ন দেখুন।'

উল্লেখ্য, এই ইরানের মাটিতেই সেখানকার কুখ্য়াত নীতি পুলিশের বিরুদ্ধে তরুণী মাহসা আমিনিকে নির্মমভাবে খুনের অভিযোগ উঠেছিল। যার প্রতিবাদে উত্তাল হয়েছিল ইরান-সহ সারা বিশ্ব। আহমেদির একটি গানে সেই ঘটনার স্পষ্ট উল্লেখ রয়েছে।

ইতিমধ্যেই ইরানের বিচারব্যবস্থার তরফে সেদেশের অনলাইন নিউজ ওয়েবসাইট মিজান-এর পক্ষ থেকে জানানো হয়েছে, 'বিচার বিভাগ এই ঘটনায় হস্তক্ষেপ করেছে এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওই শিল্পী এবং তাঁর প্রোডাকশন কর্মীদের বিরুদ্ধে আইনত মামলা রুজু করা হচ্ছে।'

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে ইসলামি শাসন কায়েম হয়। তারপর থেকে ইরানের মহিলাদের প্রকাশ্য়ে হিজাব পরা বাধ্যতামূলক করা হয় এবং প্রকাশ্য স্থানে মহিলাদের সঙ্গীত পরিবেশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এদিকে, এরই মধ্য়ে ইরানে হিজাব আইন আরও কঠোরভাবে পালন করার লক্ষ্য়ে এক ভয়ঙ্কর পদক্ষেপ করেছে সেদেশের কট্টরপন্থী সরকার। অ্য়ামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি অনুসারে, এবার থেকে ইরানের কোনও মহিলা যদি হিজাব না পরে ধরা পড়েন এবং বিচারে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে!

পরবর্তী খবর

Latest News

তাঁর শো স্পনসর করেছেন সলমন খান, এবার তাই খুনের হুমকি পেলেন কপিল শর্মা ইন্টারনেট গায়েব! দাম মোটামুটি একই রেখে একাধিক প্ল্যানে ঝটকা দিল Jio, কত টাকা? স্ত্রীকে খুন করে দেহ কেটে মাংস প্রেসার কুকারে সেদ্ধ করেছি… স্বীকার করল স্বামী 'লড়াই চলতে থাক', নেশামুক্তির ১৭ বছর! অনিন্দ্যর অকপট স্বীকারোক্তিতে মুগ্ধ ভক্তরা ভজনের অটোতেই হাসপাতালে গিয়েছিলেন সইফ! টাকা নয়, এই বিশেষ উপহার সে চায় নায়কের থেকে ভারত-মার্কিন সম্পর্কের জন্যে কী করবে ট্রাম্প ২.০? ওয়াশিংটনে দাঁড়িয়ে অকপট জয়শংকর ইডেনে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে কল্পনার জগতে হারালেন ঝুলন এবারের বাজেটে আয়করের নয়া স্ল্যাব আনতে পারে কেন্দ্র, মিলতে পারে ছাড়: রিপোর্ট বাংলাদেশি উচ্চারণে হিন্দি বলছে সইফের হামলাকারী, জিজ্ঞাসাবাদ করতে সমস্যা পুলিশের! Unknown Facts: চার্জারের রং কালো বা সাদা হয় কেন?

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.