'দুর্ঘটনার' মুখে পড়ল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির কনভয়ে থাকা একটি হেলিকপ্টার। তবে সেইসময় কোনও হেলিকপ্টারে রাষ্ট্রপতি ছিলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। ইরানের সরকার নিয়ন্ত্রিত একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি আদৌও হেলিকপ্টারে ছিলেন কিনা, তা নিয়ে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে, ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাইসিকে নিয়ে যাওয়া হেলিকপ্টারের 'হার্ড ল্যান্ডিং' (ঠিকমতো অবতরণ হয়নি) হয়েছে। সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেলে বলা হয়েছে, 'কয়েকটি অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে যে পূর্ব আজেরবাইজান প্রদেশে দুর্ঘটনার মুখে পড়েছে রাষ্ট্রপতি রাইসির হেলিকপ্টার।'
ঘটনাস্থলে আবহাওয়া খুব খারাপ- রিপোর্ট
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরানের একটি টিভি চ্যানেলের সঞ্চালককে বলতে শোনা গিয়েছে যে আবহাওয়া বেশ খারাপ। যেখানে 'দুর্ঘটনা' ঘটেছে, সেই এলাকা কুয়াশার চাদরে মোড়া আছে। তার ফলে ঘটনাস্থলে পৌঁছাতে গিয়ে উদ্ধারকারী দলকে বেগ পেতে হচ্ছে।
যদিও কোথায় ঠিক সেই 'দুর্ঘটনা' ঘটেছে, তাও স্পষ্ট নয়। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জোলফা শহরের কাছে সেই 'দুর্ঘটনা' ঘটেছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল। যে শহরটি আজেরবাইজান সীমান্তে অবস্থিত। তবে পরবর্তীতে ওই সংবাদমাধ্যমের রিপোর্টেই দাবি করা হয় যে আরও পূর্বে উজি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটেছে।
হেলিকপ্টার 'ক্র্যাশ' হয়েছে?
এপির প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে 'ক্র্যাশ' (হেলিকপ্টার ভেঙে পড়া) শব্দটা ব্যবহার করেছেন স্থানীয় প্রশাসনের এক আধিকারিক। তবে ইরানের একটি সংবাদপত্রে তিনি জানিয়েছেন যে তিনি নিজে এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তারইমধ্যে সাধারণ রাইসির জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আইআরএনএ।
আরও পড়ুন: Indian couple: ভারতীয় দম্পতিদের মধ্যে কমছে বাবা-মা হওয়ার ক্ষমতা, পিছনে রয়েছে এই কারণ
পূর্ব আজেরবাইজান প্রদেশে গিয়েছিলেন ইরানের রাষ্ট্রপতি
রবিবার পূর্ব আজেরবাইজান প্রদেশে গিয়েছিলেন ইরানের রাষ্ট্রপতি। ইরান এবং আজেরবাইজান সীমান্তের মধ্যে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন আজেরবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভও। সেই অনুষ্ঠানের পরই রাইসির কনভয়ে থাকা একটি হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। যে রাইসি ২০২১ সালের জুন থেকে ইরানের প্রেসিডেন্ট পদে আছেন।
আরও পড়ুন: Kangana Ranaut:‘বলিউড ভুয়ো, ফিল্ম জগত মিথ্যে মায়া’, ভোটে জিতলেই অভিনয় ছাড়বেন বিজেপির কঙ্গনা!