বাংলা নিউজ > ঘরে বাইরে > Iran: হিজাব আন্দোলনে অশান্তি ছড়ানোর দায়ে প্রথম মৃত্যুদণ্ড দিল ইরানের আদালত, ৫ জনের জেল

Iran: হিজাব আন্দোলনে অশান্তি ছড়ানোর দায়ে প্রথম মৃত্যুদণ্ড দিল ইরানের আদালত, ৫ জনের জেল

 ইরানে হিজাব আন্দোলন। ফাইল ছবি (AP)

মাসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পরেই গোটা দেশে হিজাব বিরোধী আন্দোলন তীব্র আকার নেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। এদের মধ্যে ৪৩ জন শিশু ও ২৫ জন মহিলা। চলতি মাসের ৫ তারিখ সবচেয়ে বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়। ওই দিন নিহতের সংখ্যা ছিল ২২।

গত কয়েক মাস ধরে হিজাব বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উতপ্ত হয়েছে ইরান। এবার সেই ঘটনায় এক আন্দোলনকারীকে মৃত্যুদণ্ড দিল ইরানের একটি আদালত। এছাড়াও ৫ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। সরকার বিরোধী আন্দোলন করা, নাগরিক জীবনে অশান্তি ছড়ানো, জাতীয় সুরক্ষা নষ্টের চেষ্টা, ষড়যন্ত্র করা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে তাদের দণ্ডিত করেছে তেহরানের ওই আদালত। উল্লেখ্য, হিজাব আন্দোলনে এই প্রথম কোনও আন্দোলনকারীর সাজা করল সেদেশের আদালত।

ইরানের বিচার বিভাগের সঙ্গে যুক্ত একটি সংবাদ মাধ্যম মিজানের রিপোর্ট অনুযায়ী, আদালতের আলাদা আলাদা বিচারক এই রায় দিয়েছে। তবে অপরাধীদের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। তারা নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই আদলতটি সব সময় সরকারের পক্ষেই থেকেছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও একাধিক মামলায় সরকারের বিরোধিতা করার জন্য অনেককে কঠোর শাস্তি দিয়েছে এই আদালত।

উল্লেখ্য, মাসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পরেই গোটা দেশে হিজাব বিরোধী আন্দোলন তীব্র আকার নেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। এদের মধ্যে ৪৩ জন শিশু ও ২৫ জন মহিলা। চলতি মাসের ৫ তারিখ সবচেয়ে বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়। ওই দিন নিহতের সংখ্যা ছিল ২২। এছাড়া, ৪০ জনেরও বেশি নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে। এখনও পর্যন্ত ৩টি প্রদেশের ৭৫০ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে বলে জানা গিয়েছে।

বন্ধ করুন