সম্প্রতি IRCTC-র বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বিক্রি করার অভিযোগ তোলা হয় বেশ কিছু রিপোর্টে। সেই দাবি খারিজ করেছে IRCTC। কিছু রিপোর্টে দাবি করা হয়, এই উদ্দেশ্যে একজন পরামর্শদাতা নিয়োগ করেছে IRCTC। যাত্রীদের ডেটা থেকে টাকা আয়ের পরিকল্পনা করছে তারা।
1/5সম্প্রতি IRCTC-র বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বিক্রি করার অভিযোগ তোলা হয় বেশ কিছু রিপোর্টে। সেই দাবি খারিজ করেছে IRCTC। সোশ্যাল মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ-সহ কিছু মিডিয়া রিপোর্টে যদিও উল্টো দাবি করা হয়েছিল। তাতে বলা হয়, এই উদ্দেশ্যে একজন পরামর্শদাতা নিয়োগ করেছে IRCTC। যাত্রীদের ডেটা থেকে টাকা আয়ের পরিকল্পনা করছে তারা। ছবি- আইআরসিটিসি (PTI)
2/5IRCTC-র একজন ঊর্ধ্বতন আধিকারিক পুরো বিষয়টাই ভিত্তিহীন বলে জানান। তিনি জানান, IRCTC কখনও যাত্রীদের ডেটা বিক্রি করে না। আগামিদিনেও সেটি করার কোনও ভাবনা নেই। যে কোনও খবর সম্পূর্ণ মিথ্যা। ফাইল ছবি-পিটিআই (PTI)
3/5তিনি বলেন, কাজকর্মের ধরণ উন্নত করতে বিশেষজ্ঞদের নিয়োগ করা হচ্ছে। বিশেষজ্ঞরা নতুন বাণিজ্যিক উদ্যোগগুলির বিষয়ে সুপারিশ প্রদান করবেন। এর সঙ্গে ডেটা বিক্রির কোনও সম্পর্ক নেই। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5পরামর্শদাতা নিয়োগের জন্য টেন্ডার জারি করা হয়েছে। উক্ত পরামর্শদাতাকে রেলের অ্যাপ থেকে গ্রাহকদের সম্পর্কিত ডেটার পাশাপাশি যাত্রী, মালবাহী এবং পার্সেল ব্যবসার পরিসংখ্যান নিয়ে গবেষণা করতে বলা হবে। তবে সেই ডেটা সম্পূর্ণ সুরক্ষিত রাখা হবে। শুধুমাত্রে ডেটা বিক্রি করে তার থেকে মুনাফার কোনও পরিকল্পনা নেই। বরং ডেটা ব্যবহার করে কীভাবে পরিষেবা আরও উন্নত করা যায়, সেটাই লক্ষ্য। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5ইন্টারনেটের যুগে ব্যক্তিগত ডেটা, যেমন নাম, বয়স, ঠিকানা, জন্মতারিখ, ইমেল, ফোন নম্বরের দাম অপরিসীম। টার্গেটেড বিজ্ঞাপনের জন্য এমন ডেটাবেসের যথেষ্ট চাহিদা আছে। সেই কারণেই রেল, ব্যাঙ্কের মতো বৃহত্ ডেটাবেসের বিষয়ে সবসময়ে সতর্কতা বজায় রাখা হয়। প্রতীকী ছবি : এএনআই (PTI)