ইস্ট জোনে এক নয়া ট্রেনে চালাবে আইআরসিটিসি। পর্যটকদের স্বদেশ দর্শন, জ্যোতির্লিঙ্গ স্পেশাল ট্রেন উপহার দিতে চলেছে রেল। বৃহস্পতিবার চুঁচুড়ায় সাংবাদিক বৈঠকে এই প্যাকেজ ট্যুরের ঘোষণা করেন আইআরসিটিসি পূর্ব শাখার চিফ সুপারভাইজার সৌরভ চট্টোপাধ্যায়।
দুর্গাপুজোর পরেই পর্যটকদের জন্য সুখবর। বিশেষ ট্রেন আনছে ভারতীয় রেল। ইস্ট জোনে এক নয়া ট্রেনে চালাবে আইআরসিটিসি। পর্যটকদর জন্য নতুন জ্যোতির্লিঙ্গ স্পেশাল ট্রেন উপহার দিতে চলেছে রেল। বৃহস্পতিবার চুঁচুড়ায় সাংবাদিক বৈঠকে এই প্যাকেজ ট্যুরের ঘোষণা করেন আইআরসিটিসি পূর্বাঞ্চল শাখার চিফ সুপারভাইজার সৌরভ চট্টোপাধ্যাযকেমন প্যাকেজ ট্যুর?
একটি মাত্র ট্রেন। তাতেই ওঙ্কারেশ্বর, সিরিডি, সানিসিংহাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি ঘোরা যাবে। সূত্রের খবর, আগামী ৬ নভেম্বর কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি চলতে শুরু করবে। পড়ুন: মহারাজা এক্সপ্রেসের টিকিট বুকিং শুরু করল রেল, দাম কত?
চিফ সুপারভাইজার সৌরভ চট্টোপাধ্যায় জানান, এই বিশেষ ভ্রমণ ট্রেনে মোট এক হাজারটি সিট রয়েছে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। আর দারুণ সাড়াও মিলেছে। ইতিমধ্যে প্রায় ৩০০ জন এই প্যাকেজ ট্যুরের বুকিং করে ফেলেছেন।