বুস্টার দেওয়া থাকলে পলিসিতে ছাড় দিন! বিমা সংস্থাদের নির্দেশ IRDAI-এর
Updated: 28 Dec 2022, 11:31 AM ISTIRDAI জীবন বিমা ও অন্য বিমা সংস্থাদের জন্য আরও একটি নির্দেশ দিয়েছে। তাতে বলা হয়েছে, কোভিড সংক্রান্ত কোনও ক্লেমকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। সেই সঙ্গে নথিপত্রের কাজ যেন যতটা সম্ভব কম করা হয়।
পরবর্তী ফটো গ্যালারি