আলাদা আলাদা বিমা নিয়ে মাথা ঘামাতে হবে না। একটাই বিমা করুন। আর তাতেই জীবন, স্বাস্থ্য, দুর্ঘটনা এবং সম্পত্তি- সবকিছুরই কভারেজ পাবেন। না, অবাক হওয়ার কিছু নেই। এমনই এক বান্ডিল বিমা চালু করতে চলেছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)। এমনটাই জানিয়েছেন IRDAI-এর চেয়ারম্যান দেবাশিস পান্ডা। আরও পড়ুন: বুস্টার দেওয়া থাকলে পলিসিতে ছাড় দিন! বিমা সংস্থাদের নির্দেশ IRDAI-এর
IRDAI জেনেরাল ইন্স্যুওরেন্স কাউন্সিল এবং লাইফ ইন্স্যুওরেন্স কাউন্সিলের সঙ্গে একযোগে ওই নয়া বিমার বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, 'বিমা ট্রিনিটি' ভাবনার মাধ্যমে বিমা সুগম, ডিজিটাল প্ল্যাটফর্ম, বিমা বিস্তার, গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধা ভিত্তিক/প্যারামেট্রিক কাঠামোর জন্য সামগ্রিক কভার এবং গ্রামীণ এলাকায় পৌঁছানোর উপরেও ফোকাস করা হবে। এর পাশাপাশি মহিলা-কেন্দ্রীয় বিমা বন্টনের নেটওয়ার্কও গড়ে তোলা হবে।
'বিমা সুগম একটি প্রোটোকল বা প্ল্যাটফর্ম। অন্যদিকে বিমা বিস্তার এমন একটি প্রোডাক্ট, যা সমস্ত সাধারণ মানুষের নাগালে থাকবে। এর অধীনে জীবন, স্বাস্থ্য এবং সম্পত্তি সমস্ত বিমারই বান্ডিল পাওয়া যাবে,' ২৫ মে CII-এর ইভেন্টে এমনটাই জানান দেবাশিষ পান্ডা।
২০২২ সালের অক্টোবরে, IRDAI একটি কমিটি গঠন করেছিল। তাতে বিমা বাহক, বিমা বিস্তার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, বিমা সুগমের কাজ এবং ক্রিয়াকলাপের বিষয়ে বিভিন্ন সুপারিশ করা হয়।
'আমরা এই বিমা অফারটি এমনভাবে ডিজাইন করেছি যাতে ক্ষতির মূল্যায়ন করার জন্য আলাদা করে সার্ভেয়ার বা মূল্যায়নকারীর প্রয়োজন না হয়। যদি কোনও ক্ষতি হয়, সেক্ষেত্রে যেন অবিলম্বে পলিসিধারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়, সেদিকে নজর দেওয়া হবে,' জানান তিনি। আরও পড়ুন: অগস্ট থেকে সস্তা হচ্ছে গাড়ি ও টু হুইলার, ছাড় মোটর বিমা নীতিতে
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup