এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। রাহুল গান্ধী বলেন,'আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা সদস্য কুমার বিশ্বাস অভিযোগ তুলেছেন কেজরিওয়ালের বিরুদ্ধে। শুধু পঞ্জাবে নয়, গোটা দেশে এই ভিডিও ভাইরাল হয়েছে। কুমার বিশ্বাস আম আদমি পার্টি শুরু করেছিলেন। কিন্তু তাঁর তোলা অভিযোগ নিয়ে কেজরিওয়াল একটা শব্দও বলতে পারছেন না। কেন? জবাব দিতে হবে। লম্বা জবাব নয়। সোজাসুজি জবাব দিন। হ্যাঁ অথবা না। কুমার বিশ্বাস ঠিক বলছেন না মিথ্যা বলছেন?'
এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। রাহুল গান্ধী বলেন,'আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা সদস্য কুমার বিশ্বাস অভিযোগ তুলেছেন কেজরিওয়ালের বিরুদ্ধে। শুধু পঞ্জাবে নয়, গোটা দেশে এই ভিডিও ভাইরাল হয়েছে। কুমার বিশ্বাস আম আদমি পার্টি শুরু করেছিলেন। কিন্তু তাঁর তোলা অভিযোগ নিয়ে কেজরিওয়াল একটা শব্দও বলতে পারছেন না। কেন? জবাব দিতে হবে। লম্বা জবাব নয়। সোজাসুজি জবাব দিন। হ্যাঁ অথবা না। কুমার বিশ্বাস ঠিক বলছেন না মিথ্যা বলছেন?'
|#+|
একটি শব্দে উত্তর দিন কেজরিওয়াল,দাবি রাহুল গান্ধীর। লম্বা চওড়া ভাষণ নয়, একটি শব্দে উত্তর দিন কেজরিওয়াল, দাবি করছেন রাহুল গান্ধী। এদিকে কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছিলেন সংগঠনেরই প্রতিষ্ঠাতা সদস্য কুমার বিশ্বাস। তিনি দাবি করেছিলেন, রাজনৈতিক মুনাফা আদায়ের জন্য কেজরিওয়াল চরমপন্থীদেরও সমর্থন করেন। এবার এনিয়েই কেজরিওয়ালকে চেপে ধরলেন রাহুল গান্ধী।
পাশাপাশি পঞ্জাব নির্বাচনের আগে একদিকে বিজেপি ও অন্যদিকে আম আদমি পার্টিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, কংগ্রেসের কোনও নেতাকে কোনওদিন কোনও উগ্রপন্থীর বাড়িতে যেতে দেখা যায়নি। কিন্তু আম আদমি পার্টির নেতাকে দেখা গিয়েছে। পঞ্জাবে শান্তি ও ভ্রাতৃত্ববোধের দাবিতে সওয়াল করেন রাহুল।