বাংলা নিউজ > ঘরে বাইরে > ১,০০০ টাকার নোট ফেরত আসবে? সোজাসুজি উত্তর দিলেন RBI গভর্নর শক্তিকান্ত দাস

১,০০০ টাকার নোট ফেরত আসবে? সোজাসুজি উত্তর দিলেন RBI গভর্নর শক্তিকান্ত দাস

ফাইল ছবি: রয়টার্স (Reutes)

আচ্ছা, এবার আসা যাক এক নয়া জল্পনার বিষয়ে। ট্রেনে-বাসে, রাস্তায়, বাজারে অনেকেই বলছেন, 'এবার দেখ না, আবার ১,০০০ টাকার নোট ফিরিয়ে আনবে।' এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেকে জানতে চাইছেন। আদৌ কি ফের ১,০০০ টাকার নোট ফিরে আসবে?

সম্প্রতি ২,০০০ টাকার নোট বন্ধ করার বিষয়ে ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট বদলে নেওয়া বা অ্যাকাউন্টে জমা করার সময় দেওয়া হয়েছে। RBI-এর সম্পূর্ণ নির্দেশিকা অনেকেরই জানা নেই। ফলে এই নিয়ে বাজারে অনেক বিভ্রান্তি, ভুল খবর ছড়াচ্ছে। সঠিক তথ্য জানতে এইখানে টাচ করে পড়ে নিন।  

আচ্ছা, এবার আসা যাক এক নয়া জল্পনার বিষয়ে। ট্রেনে-বাসে, রাস্তায়, বাজারে অনেকেই বলছেন, 'এবার দেখ না, আবার ১,০০০ টাকার নোট ফিরিয়ে আনবে।' এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেকে জানতে চাইছেন। আদৌ কি ফের ১,০০০ টাকার নোট ফিরে আসবে?

এই বিষয়ে সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের কাছে জানতে চাওয়া হয়। প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গেই তিনি জানান, 'বর্তমানে ১,০০০ টাকার নোট নতুন করে চালু করার কোনও পরিকল্পনা নেই।' অর্থাত্, বাজারে যা ছড়াচ্ছে তা স্রেফ জল্পনা বা গুজবই বলা চলে।

RBI গভর্নর সরাসরি বলেন, 'এটি সম্পূর্ণ জল্পনামূলক। এই ধরনের পদক্ষেপের জন্য বর্তমানে কোনও প্রস্তাব নেই।'

তিনি জোর দিয়ে বলেন, '৫০০ এবং ১০০-র বর্তমানে যে নোট আছে, তা প্রচুর সংখ্যক জনসাধারণের কাছে ছড়িয়ে। এদিকে ২,০০০ টাকার নোট বাজারে মোট কাগজী মুদ্রার মাত্র ১০.৮%। ফলে এতে আমজনতার খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।'

শুধু তাই নয়। এদিন জনসাধারণের উদ্দেশে একটি বার্তাও দেন। তিনি সকলে অনুরোধ করেন, যাতে সকলে মিলে একসঙ্গে ব্যাঙ্কে গিয়ে নোট বদলাতে হাজির না হন। ধীরে-সুস্থে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ব্যাঙ্কে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিন তিনি আশ্বাস দেন, ব্যাঙ্কে পর্যাপ্ত ৫০০, ১০০ টাকার নোট রয়েছে। ফলে অযথা আতঙ্কিত বা চিন্তা করার কিছু নেই।

২৩ মে, ২০২৩ থেকে আপনি যে কোনও ব্যাঙ্কে গিয়ে এই সুবিধা পাবেন।

তবে মনে রাখবেন, এক সময়ে, এক সঙ্গে মোট ২০,০০০ টাকার সীমা পর্যন্ত অঙ্কের নোটই বদল করতে পারবেন। অর্থাত্ ১০টির বেশি ২,০০০ টাকার নোট নিয়ে গেলে হবে না। ২৩ মে ২০২৩ থেকে RBI-এর এমন ১৯টি রিজিওনাল অফিসে গিয়েও নোট এক্সচেঞ্জ করে নিতে পারেন। আরও পড়ুন: ক্যাশ অন ডেলিভারিতে লোকজন ২০০০-এর নোট চালিয়ে দিচ্ছে-Zomato

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

পরবর্তী খবর

Latest News

‘টেক্কা’র জোকারের সঙ্গে আলাপ করালেন দেব! ঝাড়ু হাতে প্রকাশ্যে এলেন 'ইকলাখ' সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা, সতর্ক করল IMD কলকাতায় চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গণধোলাই জনতার আজ তেমন নাহলেও বুধ থেকে বৃষ্টি বাড়বে, ভারী বর্ষণ বাংলার জেলায়-জেলায়, কোথায়? ভিনেশের ভালো মানুষির সুযোগ নিল কংগ্রেস! ওর ২০২৮-এ সোনা জেতা উচিত ছিল-মহাবীর ফোগট মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আর্জি, RG Kar এর প্রতিবাদ নিয়ে কী বলছে টলিউড? সংকটজনক সীতারাম ইয়েচুরি! CPIMর সাধারণ সম্পাদক রয়েছেন ‘রেসপিরেটরি সাপোর্টে’ উত্তরবঙ্গের নদীগুলির সংস্কার করতে এল প্রস্তাব, দুশো কোটির বরাদ্দ চাইল সেচ দফতর আসতে চলেছে পিতৃপক্ষ, কোন দিন কোন তিথির শ্রাদ্ধ? জেনে নিন দিনক্ষণ শ্রাদ্ধের সময় ‘ভারতে লড়াইটা… শিখদের পাগড়ি, কড়া পরার অনুমতি নিয়ে ,’ US-এ মন্তব্য রাহুলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.