সুইগি ইনস্টামার্টে কি বিনামূল্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে? তাও কিনা নগদে দেওয়া হচ্ছে সেই টাকা? তেমনই দাবি করে ভাইরাল হয়ে গেল রেডইটের একটি পোস্ট। ওই পোস্টে দাবি করা হয়েছে, লোকজন আচমকা সুইগি ইনস্টামার্ট থেকে বিনামূল্যে ৪,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত পাচ্ছেন। অনেকে অর্ডার দিচ্ছিলেন। সেটার ডেলিভারিও হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে তাঁদের কাছে ফোন আসছিল। আর বলা হচ্ছিল যে কোনও গোলযোগ হয়েছে। যে যে জিনিস নেওয়া হয়েছে, সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে ওই পোস্টে দাবি করা হয়, ‘নিশ্চিতভাবে কারও চাকরি যাচ্ছে।’
‘আমিই একমাত্র আনলাকি?’ হতাশ নেটিজেনরা!
আর সেই পোস্ট দেখে হতবাক হয়ে আছেন অনেকেই। ভাইরালও হয়ে যায় সেই পোস্ট। এক নেটিজেন তো উত্তেজিত হয়ে বলতে থাকেন, 'কীভাবে আপনি সেই টাকা পাচ্ছেন?' অপর এক নেটিজেন বলেন, ‘ভাই, আমার তো ৫০ টাকাই দেখাচ্ছে।’ এক নেটিজেন বলেন, ‘আমারই কি একমাত্র দুর্ভাগ্য হল নাকি?’ একজন তো আবার বলে দেন, ‘ভাই, কাঁদতে ইচ্ছা করছে আমার।’
মার্কেটিংয়ের চাল এটা? প্রশ্ন তুললেন কেউ-কেউ
যদিও পুরো বিষয়টার সত্যতা নিয়ে সংশয় প্রকাশও করেছেন নেটিজেনদের একাংশ। সেরকম এক নেটিজেন বলেন, ‘এটা নির্ঘাত কোনও মার্কেটিংয়ের চাল! তাই তো? আমি যাঁদের যাঁদের চিনি, তাঁদের সকলেই ৪০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে ছাড় পেয়েছেন। কেউ কি সত্যি এত টাকা ছাড় পেয়েছেন।’ একইসুরে অপর একজন বলেন, 'আমি একজনকে ৪,০০০ টাকা দিন। সেটার বিজ্ঞাপন দিন। তাতে ১,০০০ জন সুইগি ইনস্টামার্ট অ্যাপ ডাউনলোড করবেন। সম্ভবত এটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত মার্কেটিং কৌশল।'
তবে কোনটা ঠিক, পুরোটা গোলযোগ ছিল নাকি পুরোটাই প্রচারের কৌশল, তা অবশ্য স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সুইগির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত অবশ্য সুইগির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যে সংস্থার তরফে সোশ্যাল মিডিয়াতেও সেই বিষয়টি নিয়ে আপাতত কিছু জানানো হয়নি।
শেয়ার বাজারে সুইগির কী হাল?
এমনিতে শেয়ার বাজারে এখন সুইগির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বিএসইতে সুইগি লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৩৮১ টাকা। শুক্রবার সেই সংস্থার শেয়ারের পতনের হয়েছিল ২.০৩ শতাংশ। এমনকী ২০২৪ সালের ২৩ ডিসেম্বর যে সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৬১৭ টাকায় পৌঁছে গিয়েছিল, সেটা ৭ ফেব্রুয়ারি নেমে গিয়েছিল ৩৭৪.৮ টাকায়। যা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। আর ৬১৭ টাকা হল সুইগির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর।