স্নেহাশিস রায়
বিজেপিকে বিজয়রথকে থামিয়ে হিমাচলে সরকার গঠন করেছে কংগ্রেস। মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসেছেন সুখবিন্দর সিং সুখু। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, নতুন সরকার তৈরিতে কোথাও কোনও চ্য়ালেঞ্জ নেই। আসলে রাজনৈতিক পর্যবৈক্ষকদের মতে, মন্ত্রিসভায় কারা ঠাঁই পাবেন তা নিয়ে রীতিমতো দড়িটানাটানি চলছিল বলে খবর। তার মধ্যেই একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, কোনও চ্যালেঞ্জ নেই। নির্বাচিত বিধায়কদের নিয়ে ক্যাবিনেট তৈরি করা হয়েছে। বিধায়কদের মধ্যে থেকে মুখ্য়মন্ত্রীও মনোনীত করা হয়েছে। সেক্ষেত্রে কোথাও কোনও চ্যালেঞ্জ নেই।
দল সূত্রে খবর, নবনির্বাচিত মুখ্য়মন্ত্রী দিল্লিতে এসেছিলেন। সেখানে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেছেন। প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেন তিনি।
এদিকে মন্ত্রিসভাকে সম্প্রসারন করা হচ্ছে বলে তিনি আগেই জানিয়েছিলেন। হাই কমান্ডের সঙ্গে এনিয়ে আলোচনা হয়েছে। সমাজের সমস্ত অংশ থেকে প্রতিনিধিদের নিয়ে এই মন্ত্রিসভা তৈরি হচ্ছে।
অন্যদিকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে হিমাচল প্রদেশের জন্য় নিয়োজিত পর্যবেক্ষক রাজীব শুক্লার সঙ্গেও তিনি দেখা করেন।
শুক্রবার রাজস্থানে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন হিমাচলের মুখ্য়মন্ত্রী। সেখানে একাধিক বিধায়কও তাঁর সঙ্গে থাকবেন। তবে এই ভারত জোড়ো যাত্রার কর্মসূচির জেরে মন্ত্রিসভার সম্প্রসারনে কিছুটা দেরি হতে পারে বলে খবর।
এদিকে শুক্রবারই রাহুলের পদযাত্রা ১০০দিনে পা দেবে। সেদিনই রাজস্থানে থাকবেন রাহুল গান্ধী। কংগ্রেসের তাবড় নেতৃত্ব তাঁর সঙ্গে পা মেলাবেন। হিমাচলের মুখ্যমন্ত্রী, উপমুখ্য়মন্ত্রী সহ অন্য়ান্যরা রাজস্থানের দিকে রওনা দিয়েছেন। তাঁরা সকলেই রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন।