বাংলা নিউজ > ঘরে বাইরে > দিল্লির জামা মসজিদে কি নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে? জবাব দিলেন PRO

দিল্লির জামা মসজিদে কি নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে? জবাব দিলেন PRO

দিল্লির জামা মসজিদ (ANI Photo) (Rahul Singh)

জামা মসজিদের পিআরও জানিয়েছেন, মহিলাদের মসজিদে প্রবেশের ক্ষেত্রে কোথাও নিষেধাজ্ঞা নেই। কিন্তু একলা নারী এলে পুরুষকে সময় দেন। এখানে ভিডিয়ো তৈরি হয়, এই সব বিষয়গুলিকে আটকানোর জন্য়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দিল্লির জামা মসজিদে নারীদের প্রবেশে কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? এনিয়ে এবার মুখ খুললেন জনসংযোগ আধিকারিক সাবিউল্লাহ খান। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন,গোটা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন। তবে দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন, তিনি জামা মসজিদের কাছে এনিয়ে একটি নোটিশ পাঠাবেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, একলা নারী আসতে পারবেন না মসজিদে। আসলে মসজিদে পুরুষ সঙ্গীর সঙ্গে অনেকেই দেখা করতে আসেন। এমনকী টিকটক ভিডিয়ো তোলার নজিরও রয়েছে মসজিদ প্রাঙ্গনে। সেকারণেই এবার এনিয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে মসজিদ কর্তৃপক্ষ।

জামা মসজিদের পিআরও জানিয়েছেন, মহিলাদের মসজিদে প্রবেশের ক্ষেত্রে কোথাও নিষেধাজ্ঞা নেই। কিন্তু একলা নারী এলে পুরুষকে সময় দেন। এখানে ভিডিয়ো তৈরি হয়, এই সব বিষয়গুলিকে আটকানোর জন্য় কেবলমাত্র একলা নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে দেখুন মহিলারা রয়েছেন। পরিবারের সঙ্গে আসুন কোনও সমস্যা নেই। বিবাহিত দম্পতি আসুন কোনও সমস্যা নেই। কিন্তু এই জায়গাটিকে মিটিং পয়েন্ট মনে করা, পার্ক মনে করা, টিকটক ভিডিয়ো করা এটা কোনও ধর্মীয়স্থলের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। মন্দির, মসজিদ, গুরুদোয়ারা কোথাও নয়। মসজিদ প্রার্থনার জন্য। এটা যেন সেই জন্যই ব্যবহার করা হয়। একলা আসা কোনও মহিলা যিনি পুরুষ সঙ্গীর জন্য় সময় দেন মসজিদে, তাঁদের প্রবেশে নিষেধ করা হয়েছে। কেউ যদি নমাজ পড়তে চান তবে তাঁকে স্বাগত। মসজিদ যেন মসজিদের মতোই ব্যবহার করা হয়।

 

 

বন্ধ করুন