বাংলা নিউজ > ঘরে বাইরে > ISI Linked Terrorists Nabbed in Hyderabad: উৎসবের মরশুমে হায়দরাবাদে হামলার ছক! ISI-যোগ থাকা ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ

ISI Linked Terrorists Nabbed in Hyderabad: উৎসবের মরশুমে হায়দরাবাদে হামলার ছক! ISI-যোগ থাকা ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ

ISI-যোগ থাকা তিন যুবককে গ্রেফতার করল পুলিশ (ছবি - এএনআই)

ধৃতদের কাছ থেকে চারটি হাতবোমা, নগদ ৫ লক্ষ ৪১ হাজার ৮০০ টাকা এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

সন্ত্রাসবাদী যোগ সন্দেহে রবিবার হায়দরাবাদ থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর নির্দেশে হায়দরাবাদে সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করছিল এই তিন ধৃত। হায়দরাবাদের মুসারামবাগে থাকত আব্দুল জাহেদ, সায়েদাবাদে থাকত মহম্মদ সামিউদ্দিন এবং হুমায়ুননগরে থাকত মাজ হাসান ফারুককে গ্রেফতার করে পুলিশ।

হায়দরাবাদ পুলিশ কমিশনার সিভি আনন্দ এই গ্রেফতারি প্রসঙ্গে বলেছেন, ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল এবং মালাকপেট থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তরা বিস্ফোরণসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর ষড়যন্ত্র করেছিল। ধৃতদের কাছ থেকে চারটি হাতবোমা, নগদ ৫ লক্ষ ৪১ হাজার ৮০০ টাকা এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে।’ কমিশনার আরও বলেন, ‘অতীতেও এই ধৃতরা স্থানীয় যুবকদের উগ্রপন্থী করে তোলার কাজ করেছিল। ২০০২ সালে সাই বাবা মন্দির, দিলসুখনগরের কাছে বিস্ফোরণ, মুম্বাইয়ের ঘাটকোপারে বাস বিস্ফোরণ এবং ২০০৫ সালে বেগমপেটে টাস্ক ফোর্সের অফিসে বিস্ফোরণের মতো সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত ছিল এই উগ্রপন্থীরা। ২০০৪ সালে সেকেন্দ্রাবাদের কাছে গণেশ মন্দিরেও বিস্ফোরণের চেষ্টা করেছিল তারা।’

ফারহাতুল্লাহ ঘুরি ওরফে এফজি, সিদ্দিক বিন ওসমান ওরফে রফিক ওরফে আবু হামজালা এবং আবদুল মজিদ ওরফে ছোটু নামের তিনজন আইএসআই-লস্কর হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জাহেদ। এই তিনজন আইএসআই হ্যান্ডলারই হায়দরাবাদের বাসিন্দা। যদিও বর্তমানে তারা পাকিস্তানে রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এই তিনজনের নাম জড়িয়ে রয়েছে। পুলিশ কমিশনার জানান, জাহেদকে হায়দরাবাদে জঙ্গি হামলা চালানোর জন্য টাকা দিয়েছিল পাক হ্যান্ডলার। এরপর সামিউদ্দিন এবং মাজ হাসানকে নিয়োগ করেছিল জাহেদ। এই তিনজনকেই বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

বন্ধ করুন