বিশ্বের কোনও প্রান্তে সন্ত্রাসবাদের সঙ্গে কোনও যোগ নেই ইসকনের। কড়া ভাষায় জানিয়ে দিলেন ইসকনের সভাপতি মধু পণ্ডিত দাস। বাংলাদেশের একটি মহল থেকে যখন হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণদাসকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং ইসকনকে ‘জঙ্গি’ সংগঠন বলে দাবি করা হচ্ছে, সেই আবহে মধু পণ্ডিত দাস স্পষ্টভাবে জানিয়েছেন, এরকম ভিত্তিহীন অভিযোগ করার কোনও অর্থ নেই। ইসকন শান্তিপ্রিয়। ইসকনের সভাপতি বলেছেন, ‘বিশ্বের কোনও প্রান্তে সন্ত্রাসবাদের সঙ্গে ইসকন কোনওভাবে জড়িত থাকার ভিত্তিহীন অভিযোগ করার বিষয়টি সাংঘাতিক।’
বন্যার সময় কীভাবে সাহায্য করেছিল ইসকন, মনে করালেন সভাপতি
তিনি আরও বলেন, 'ইসকনের তরফে আর্জি জানানো হচ্ছে যে ভারত সরকার যেন অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে। বাংলাদেশ সরকারের কাছে যেন এই বার্তাটা পৌঁছে দেয় যে আমরা শান্তিপ্রিয় ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। ধর্ম নির্বিশেষে বা অন্য কোনও বিষয়ে বিবেচনা না করলেও মানুষকে সাহায্য করেছে। বাংলাদেশে বন্যার সময় ইসকন যেভাবে মানুষকে সহায়তা করেছিল, তা সকলেই জানেন।'
বাংলাদেশে নিষিদ্ধ ইসকন? আজ হাইকোর্টে উত্থাপন
তাঁর সেই মন্তব্যের মধ্যেই বৃহস্পতিবার বাংলাদেশের হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ করার বিষয়টি উত্থাপিত হবে। বুধবার এক আইনজীবী সেই আর্জি জানান। তা নিয়ে হাইকোর্টে নিজের মতামত জানান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। আজ সেই বিষয়টি ফের হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে উঠবে।
চিন্ময় প্রভুর গ্রেফতারিতে প্রতিবাদের ঝড়
তারইমধ্যে চিন্ময় প্রভুকে গ্রেফতারি এবং তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দু সম্প্রদায়ের মানুষরা প্রতিবাদে সামিল হয়েছেন। ভারতে তো প্রতিবাদ হচ্ছেই, প্রভাবশালী ইন্দো-মার্কিন সংস্থা 'ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ'-র তরফে বিষয়টি নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নব-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
ওই প্রতিষ্ঠানের তরফে দাবি করা হয়েছে, গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে ২০০টির বেশি হামলা ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে মন্দিরেও। সেই পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাইডেন এবং ট্রাম্পের কাছে আর্জি জানানো হয়েছে।
চিন্ময় প্রভুকে যাতে অবিলম্বে মুক্ত করা হয়, সেই বার্তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসকে দেওয়ার জন্য ট্রাম্পকে আর্জি জানিয়েছে ওই সংগঠন। যে হিন্দু সন্ন্যাসীকে সোমবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে।