বাংলা নিউজ > ঘরে বাইরে > মন্দিরে তাণ্ডবের নিন্দা করে বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানো হোক, UN-কে চিঠি ইসকনের

মন্দিরে তাণ্ডবের নিন্দা করে বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানো হোক, UN-কে চিঠি ইসকনের

মন্দিরের তাণ্ডবের নির্দশন এবং সেই ঘটনার প্রতিবাদে মিছিল। (ছবি সৌজন্য ইসকন)

পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছে ইসকন কলকাতা কর্তৃপক্ষ।

বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের আর্জি জানাল ইসকন কলকাতা। হিংসা-কবলিত জায়গায় প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানানো হয়েছে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি করেছে ইসকন কলকাতা কর্তৃপক্ষ।

শনিবার রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটারেসকে লেখা চিঠিতে কলকাতার ইসকনের তরফে বলা হয়েছে, ‘হিন্দু-সহ বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে লাগাতার হিংসা চলছে, অবিলম্বে সেই ঘটনার নিন্দা করার জন্য রাষ্ট্রসংঘকে আর্জি জানাচ্ছি আমরা। বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানাচ্ছি।' সেইসঙ্গে শুক্রবার রাতের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনেও ফোন করা হয়। ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস বলেন, ‘শুক্রবার রাত আটটায় প্রধানমন্ত্রী বাসভবনেও ফোন করেছি। তাঁর হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। যে আধিকারিক ফোন ধরেছিলেন, তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে জানিয়ে দেওয়া হবে।’

ইসকন কর্তৃপক্ষের দাবি, দশমীতে দুপুর দুটো নাগাদ বাংলাদেশের নোয়াখালিতে ইসকন মন্দিরের কাছে দুর্গাপুজোর মণ্ডপে ভাঙচুর চালানো হয়। তারপর হামলা চালানো হয় ইসকনের ভক্তদের উপর। ইসকনের প্রতিষ্ঠাতার বইয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙুচর চালানো হয় মন্দিরে। ইসকন কলকাতার সহ-সভাপতি বলেন, ‘জোতনকুমার সাহা এবং পার্থ দাস নামে আমাদের দুই ভক্ত-সহ কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। প্রায় ২০ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর।’

উল্লেখ্য, দুর্গাপুজোর মধ্যে বাংলাদেশের একাধিক মণ্ডপে তাণ্ডব চালানো হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, একটি পুজো মণ্ডপে কোরান শরিফের অসম্মান করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। এরপর মণ্ডপে ভাঙচুর শুরু হয়। চাঁদপুরের হাজিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন মন্দিরে হামলা চালানো হয়। বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে যাতে দেখা যায় দুর্গা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই সব প্রতিমা ভাঙার ছবি ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় জামাত-ই-ইসলামির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। সরকারের দাবি, হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এই হামলা চালিয়েছে জামাত।

পরবর্তী খবর

Latest News

এই শ্রাদ্ধ পক্ষে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে করুন এই ব্যবস্থা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে খসড়া প্রস্তাব, উত্তরের অপেক্ষা শিখ ভোট হারাতে চায় না বিজেপি, তাই পিছোচ্ছে ইমারজেন্সির মুক্তি! দাবি Zee-র ‘আমি সাধ্যমতো করেছি, এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি, এটা রাজনীতির সময় নয়’ ডোভাল ও ভারত সরকারের বিরুদ্ধে মার্কিন মুলুকে মামলা খলিস্তানি পান্নুনের! ‘ক্ষমা চেয়েছিলাম...’ সলমন-সঙ্গীতার বিয়ের ভাঙার কারণ কি তিনিই? কী বললেন সোমি? প্রথম টেস্টে বাংলাদেশের দাদাগিরি! পন্ত বললেন,‘আমায় কেন মারছ’…লড়ছে অশ্বিন-জাড্ডু একমাথা চুল,মিষ্টি হাসি! শুভশ্রীর কোলে ইয়ালিনি,'পুরো রাজদার মুখ বসানো' বলছে সকলে আরজি কর নিয়ে নয়া তথ্য সামনে, এবার সামনে সন্দীপের আরও এক 'কুকীর্তি' ফাস্ট বোলার থেকে হয়েছেন স্পিনার! KKR-র ১৮ বছরের বোলারকে ভয় পাচ্ছেন প্রোটিয়ারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.