কুলভূষণ যাদব মামলার শুনানি করার জন্য় বিশেষ বেঞ্চ তৈরী করেছে ইসলামাবাদ হাই কোর্ট। আগামী সপ্তাহ থেকে শুনানি শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাআল্লাহ বেঞ্চের নেতৃত্বে থাকবেন। পরের সপ্তাহে কুলভূষণের জন্যেও একজন আইনজীবী নিযুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
এই সপ্তাহের শুরুতে পাকিস্তানের সরকার অর্ডিন্যান্স পাঠিয়েছে পার্লামেন্টের কাছে সম্মতির জন্য। কুলভূষণ যাদবকে সেনা আদালত মৃত্যু পরোয়ানা দিয়েছিল। এর বিরুদ্ধে তিনি আপিল করতে পারেন বলে জানিয়েছিল আন্তর্জাতিক আদালত (আইসিজে)। এই কারণে আইন বদলাচ্ছে পাকিস্তান। এর আগে ২২ জুলাই কুলভূষণের জন্য আইনজীবীকে নিযুক্ত করতে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান সরকার।
ভারত অবশ্য অভিযোগ করেছে যে আইসিজে-র নির্দেশের প্রহসন করছে পাকিস্তান। কুলভূষণের সঙ্গে ভারতের প্রতিনিধিদের ঠিক করে কথা বলতে দেওয়া হয়নি, তাঁকে ভয় দেখানো হয়েছে, আইনজীবী নির্বাচনও করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারত।
প্রাক্তন ভারতীয় নৌসেনার অফিসারকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে পাকিস্তান। তাঁকে মৃত্যুর পরোয়ানা দেয় সেনা আদালত। এরপর আন্তর্জাতিক আদালতে যায় ভারত। সেখানে জয় হয় ভারতের। তারপরেই ফের শুনানির সুযোগ পেলেন কুলভূষণ যাদব। কিন্তু তাতে কাজের কাজ কতটা হবে, সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।