বাংলা নিউজ > ঘরে বাইরে > IS Leader killed: মৃত্যু IS প্রধানের, ২০২২-র ফেব্রুয়ারিতেই খতম করা হয়েছিল পূর্বসূরিকে!

IS Leader killed: মৃত্যু IS প্রধানের, ২০২২-র ফেব্রুয়ারিতেই খতম করা হয়েছিল পূর্বসূরিকে!

'আল্লাহের শত্রুর….', মৃত্যু IS প্রধানের, ২০২২-তেই খতম করা হয়েছিল উত্তরসূরিকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

IS Leader killed: গত ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম সিরিয়ায় আমেরিকার আক্রমণে আবু ইব্রাহিম আল-হাসিমি আল-কুরেশির মৃত্যুর পর দায়িত্ব পেয়েছিল আবু হাসান আল-হাশিমি আল-কুরেশি।

'যুদ্ধে' মৃত্যু হল ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু হাসান আল-হাশিমি আল-কুরেশি। কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। জঙ্গি সংগঠনের তরফে শুধু বলা হয়েছে, আল্লাহের ‘শুত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে’ মৃত্যু হয়েছে।

জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও আবু হাসান আল-হাশিমি আল-কুরেশির বিষয়ে খুব কম তথ্যই সামনে এসেছে। গত ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম সিরিয়ায় আমেরিকার আক্রমণে আবু ইব্রাহিম আল-হাসিমি আল-কুরেশির মৃত্যুর পর দায়িত্ব পেয়েছিল আবু হাসান আল-হাশিমি আল-কুরেশি। নয় মাসের মাথায় সেই জঙ্গি নেতার মৃত্যুর ফলে একই বছরে জোড়া ধাক্কা খেল জঙ্গি সংগঠন আইএস।

বন্ধ করুন