বাংলা নিউজ > ঘরে বাইরে > থামার লক্ষণ নেই সংঘাতের, হামাস প্রধানের বাড়িতে বোমা ফেলল ইজরায়েল

থামার লক্ষণ নেই সংঘাতের, হামাস প্রধানের বাড়িতে বোমা ফেলল ইজরায়েল

ইজরায়েলি বোমাবর্ষণে গুড়িয়ে গেল হামাস প্রধানের বাসভবন: ছবি (‌সৌজন্য রয়টার্স)‌ (REUTERS)

কেটে গেল সপ্তাহ। কিন্তু দ্বন্দ্বে ইতি পড়ল না।

বেড়েই চলেছে ইজরায়েল-‌প্যালেস্তাইনের মধ্যে সংঘাত। এবার গাজায় জঙ্গি সংঠন হামাসের প্রধান বাড়িতে হামলা চালাল ইজরায়েল। শনিবার গাজার উপকূলবর্তী এলাকাজুড়ে ইজরায়েলি বিমান হানায় কমপক্ষে তিনজন প্যালেস্তাইনি নিহত হয়েছেন।

গত সাত দিন ধরে গাজায় চলা ইজরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আহত ও নিহতের সংখ্যা। গত সোমবার গাজায় হিংসা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কমপক্ষে ১৪৮ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ৪১ জন শিশুও রয়েছে বলে প্যালেস্তাইনের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন। ‌অন্যদিকে, প্যালেস্তাইনের পাল্টা আক্রমণে ইজরায়েলের জেরুজালেমে দুই শিশু-সহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইজরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার আগে তেল আভিভ ও তার সংলগ্ন এলাকায় সাইরেন বেজে উঠে। সেই আওয়াজ শুনে বোমারোধক আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে শুরু করেন প্যালেস্তাইনিরা। সেখনে পৌঁছতে গিয়েও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওদিকে আমেরিকা, সংযুক্তরাষ্ট্র ও মিশরের দূতরা শান্তি স্থাপনের জন্য কাজ করলেও এখনও পর্যন্ত কোনও অগ্রগতির লক্ষণ দেখাতে পারেনি। কয়েক বছর পর ইজরায়েল-প্যালেস্তিনি হিংসা ভয়াবহ আকার ধারন করেছে। রবিবার এই নিয়ে মার্কিন নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল।ইজরায়েলের এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনও।

বন্ধ করুন