প্রথমে বিমান হানা। তারপরে গ্রাউন্ড অপারেশনে। একেবারে গাজার মাটিতে নেমে শুরু হল অপারেশন।
জানুয়ারিতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে দেখা যায়নি এমন মাত্রায় ধারাবাহিক বিমান হামলা চালানোর মাত্র একদিন পর গাজায় 'লক্ষ্যবস্তু স্থল অভিযান' শুরু করেছে ইজরায়েল।
‘নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ এবং উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটি আংশিক বাফার তৈরি করার জন্য গত কয়েক দিন ধরে আইডিএফ সৈন্যরা মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় স্থল কার্যক্রম লক্ষ্য করে হামলা শুরু করেছে। স্থল অভিযানের অংশ হিসেবে সেনারা নেটজারিম করিডরের কেন্দ্রস্থলে তাদের নিয়ন্ত্রণ আরও প্রসারিত করেছে,’ এক বিবৃতিতে বলেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
একই সঙ্গে সিদ্ধান্ত হয়, গোলানি ব্রিগেড সাউদার্ন কমান্ড এলাকায় মোতায়েন থাকবে এবং গাজা উপত্যকায় অভিযানের জন্য প্রস্তুত থাকবে। ইজরায়েল রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষার জন্য আইডিএফ গাজা উপত্যকায় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে।
এর আগে বুধবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক ভিডিও বিবৃতিতে গাজাবাসীকে 'শেষ সতর্কবার্তা' দিয়ে বলেছিলেন, তাদের উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ অনুসরণ করে ইজরায়েনি বন্দিদের ফিরিয়ে দেওয়া এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া।
‘গাজার বাসিন্দারা, এটি শেষ সতর্কতা,’ কাটজ বলেছিলেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ নিন। পণবন্দিদের ফেরত দিন এবং হামাসকে সরিয়ে দিন, এবং অন্যান্য বিকল্পগুলি আপনার জন্য উন্মুক্ত হবে - যারা চান তাদের জন্য বিশ্বের অন্যান্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা সহ।
জানুয়ারিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইজরায়েল রাতভর এবং মঙ্গলবার বিমান হামলা চালানোর পর থেকে রকেট হামলা বা অন্য কোনো প্যালেস্টানীয় জঙ্গি হামলার খবর পাওয়া যায়নি। বুধবারও ইজরায়েলি বোমাবর্ষণ অব্যাহত ছিল, যদিও এর তীব্রতা ছিল কম।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইজরায়েলি বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮৩ শিশু ও ৯৪ নারীসহ অন্তত ৪৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৬৭৮ জন।
সামরিক বাহিনী বলছে, তারা কেবল জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে এবং অসামরিক মৃত্যুর জন্য হামাসকে দায়ী করছে কারণ তারা ঘনবসতিপূর্ণ এলাকায় তৎপরতা চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ডে অসামরিক ও যোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নতুন অভিযানের অংশ হিসেবে তারা বুধবার হামাস ব্যাটালিয়নের কমান্ড সেন্টারসহ কয়েক ডজন জঙ্গি ও জঙ্গি ডেরায় হামলা চালিয়েছে।
ইজরায়েল ও হামাসের মধ্যে আন্তর্জাতিকভাবে মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে জানুয়ারিতে থেমে যাওয়া গাজার যুদ্ধ মানবিক সহায়তা কর্মীদের জন্য এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক সংঘাতের মধ্যে রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।