বাংলা নিউজ > ঘরে বাইরে > সৌম্যর মৃত্যুতে শোকাহত ইজরায়েল, হামাসের হানায় মৃতের পরিবারের পাশে থাকার বার্তা

সৌম্যর মৃত্যুতে শোকাহত ইজরায়েল, হামাসের হানায় মৃতের পরিবারের পাশে থাকার বার্তা

স্বপরিবারে সৌম্য সন্তোষ (ছবি সৌজন্যে টুইটার)

ইজরায়েলে হামাসের রকেটে মৃত ভারতীয় সৌম্য সন্তোষের পরিবারের সঙ্গে কথা বললেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রন মালকা।

ইজরায়েলে হামাসের রকেটে মৃত ভারতীয় সৌম্য সন্তোষের পরিবারের সঙ্গে কথা বললেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রন মালকা। গাজায় হামাস 'জঙ্গী গোষ্ঠী'র ছোড়া রকেটে এক ভারতীয় সহ দুই মহিলার মৃত্যু হয়। মৃতদের একজন হলেন কেরলের সৌম্য সন্তোষ। বিগত ৮ বছর ধরে ইজরায়েলে কাজ করতেন সৌম্য।

রন মালকা সৌম্যর পরিবারের সঙ্গে কথা বলে টুইট করেন। টুইট বার্তায় লেখেন, 'আমি এই মাত্র সৌম্য সন্তোষের পরিবারের সঙ্গে কথা বললাম। তিনি হামাসের হামলার শিকার হয়েছেন। আমি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং ইজরায়েলের তরফে সৌম্যর পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়েছি। সৌম্যর মৃত্যুতে পুরো দেশ ব্যথিত। আমরা তাঁর পরিবারের পাশে আছে।'

৩২ বছরের সৌম্য ইজরায়েলে আয়ার কাজ করতেন৷ একটি রকেট সৌম্যর বাড়িতে আঘাত হানে, তাতেই মৃত্যু হয় তাঁর৷ হামলার সময় পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে ছিলেন সৌম্য। এই ঘটনার প্রেক্ষিতে ইজরায়েলি রাষ্ট্রদূত বলেন যে তাঁর ২০০৮ সালের মুম্বই হামলার সময়ের মোজেসের কথা মনে পড়ে গিয়েছে।

রন মালকা লেখেন, 'সৌম্যের ৯ বছরের ছেলে, অ্যাডন, যে এত কম বয়সেই তার মাকে হারিয়েছে। নিজের মাকে ছাড়াই তাকে বেড়ে উঠতে হবে। এই হামলাটা আমাকে ২০০৮ সালের মুম্বই হামলার কথা মনে করিয়ে দিয়েছে। সেখানে মোজেস তার মা-বাবাকে হারিয়েছিল। আমি প্রার্থনা করছি যাতে ঈশ্বর তাদেরকে শক্তি দিক।'

উল্লেখ্য, জেরুসালেমের বিমান হানার জবাব দেওযার জন্য ইজরায়েল লক্ষ্য করে ১০০-র বেশি রকেট হানা করা হয় হামাসের তরফে৷ ইজরায়েল সেনা বাহিনী সূত্রে খবর, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬৩০টির বেশি রকেট ফায়ার করা হয়ছে৷ যদিও তার মধ্যে ২০০টি আইরন ডোম মিজাইল ডিফেন্স সিস্টেমে আটকে যায়৷ অন্যদিকে আরও ১৫০টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়৷

বন্ধ করুন