বাংলা নিউজ > ঘরে বাইরে > ISRO: চন্দ্র অভিযানে নামছে ভারত, শরিক হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা

ISRO: চন্দ্র অভিযানে নামছে ভারত, শরিক হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

শুধু চন্দ্র অভিযানের ক্ষেত্রে নয়, ইসরোর একাধিক প্রকল্পের সঙ্গে যোগ রয়েছে যাদবপুরের। একাধিক গবেষক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াকেও এই কাজে যুক্ত করা হয়েছে।

বছর তিনেক আগের ঘটনা। চাঁদের মাটিতে নামার আগেই মুখ থুবড়ে পড়েছিল ভারতের চন্দ্রযান বিক্রম। তবে সেসব আজ অতীত। ফের বীর বিক্রমে দেশের নয়া যানকে চাঁদের মাটিতে পাঠানোর উদ্যোগ নিচ্ছে দেশ। আর সেই পরিকল্পনায় শরিক হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও। কার্যত এবার চন্দ্র অভিযানে যোগ হচ্ছে বাংলার নামও। এই অবতরণ প্রকল্পে নেতৃত্বে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অমিতাভ গুপ্ত ও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সায়ন চট্টোপাধ্যায়।

অতীত থেকে শিক্ষা নিয়ে এবারের চন্দ্র অভিযানকে আরও সুসংহত করা হচ্ছে। সূত্রের খবর, প্রথমে উপর থেকে চিলের মতো দেখবে চন্দ্রযান। তারপর একেবারে পালকের মতো পরিস্থিতি বুঝে চাঁদের বুকে টুপ করে নেমে পড়বে ভারতের চন্দ্রযান। এবার একাধিক থ্রাস্টার থাকবে। তার সাহায্যেই চাঁদের বুকে নামার ক্ষেত্রে আর কোনও সমস্যা হবে না।

অন্যদিকে আগে থেকে অবতরণস্থলের ছবি সংগ্রহ করা হচ্ছে। যাতে অবতরণস্থল থেকে সরে এলেও বড় কোনও সমস্যা হবে না এই চন্দ্রযানের। এই ইমেজিংয়ের দায়িত্বে আছেন সায়ন চট্টোপাধ্যায়।

তবে শুধু চন্দ্র অভিযানের ক্ষেত্রে নয়, ইসরোর একাধিক প্রকল্পের সঙ্গে যোগ রয়েছে যাদবপুরের। একাধিক গবেষক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াকেও এই কাজে যুক্ত করা হয়েছে।

 

বন্ধ করুন