বাংলা নিউজ > ঘরে বাইরে > গুজরাটে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কৃষক সন্তানের নাম ঘোষণা করল আপ, জোর টক্কর?

গুজরাটে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কৃষক সন্তানের নাম ঘোষণা করল আপ, জোর টক্কর?

অরবিন্দ কেজরিওয়াল।(PTI) (HT_PRINT)

আপ এনিয়ে ১০জন প্রার্থীর নবম তালিকা প্রকাশ করেছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১১৮জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। সব মিলিয়ে ১৮২টি আসন রয়েছে গুজরাট বিধানসভা। দুদফায় ভোট হবে বিজেপি শাসিত ওই রাজ্যে।

অনিরুদ্ধ ধর

গুজরাটের ভোটের দিন ঘোষণা করেছে কমিশন। এবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে প্রার্থীর নাম ঘোষণা করে দিল কেজরিওয়ালের দল আপ। সেই প্রার্থীর নাম ইসুদান গাধী।

দলের মতামতের ভিত্তিতে এই নামটি বাছাই করা হয়েছে। তিনি বর্তমানে দলের জাতীয় সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, গাধীর বয়স ৪০ বছর। তিনি কৃষক পরিবার থেকে উঠে এসেছেন। তিনি ওবিসিভুক্ত। গুজরাটের ৪৮ শতাংশ মানুষও ওবিসি। দলের অন্দরে ৭৩ শতাংশ ভোট তাঁর পক্ষেই গিয়েছে।

আমেদাবাদে সাংবাদিক বৈঠক করে এই নামটি ঘোষণা করা হয়েছে। এদিকে গত সপ্তাহে কেজরিওয়াল সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন কাদের তাঁরা গুজরাটের মুখ্য়মন্ত্রী হিসাবে চাইছেন তা নিয়ে মতামত জানাতে। দলের অন্দরেও এনিয়ে ভোটাভুটি হয়েছিল।

কেজরিওয়াল জানিয়েছেন, পঞ্জাব ভোটের আগেও আমরা মতামত চেয়েছিলাম কাকে মুখ্য়মন্ত্রীর মুখ হিসাবে উপস্থাপিত করা যায় সেব্যাপারে মতামত জানাতে। সেই সময় সাধারণ মানুষ ভগবন্ত মানের নাম উল্লেখ করেছিলেন। আমরা তাঁকেই মুখ্যমন্ত্রী করেছি।

এদিকে আপ এনিয়ে ১০জন প্রার্থীর নবম তালিকা প্রকাশ করেছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১১৮জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। সব মিলিয়ে ১৮২টি আসন রয়েছে গুজরাট বিধানসভা। দুদফায় ভোট হবে বিজেপি শাসিত ওই রাজ্যে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার গুজরাট ভোটে জোর টক্কর হতে পারে আপ বনাম বিজেপির মধ্যে।

 

বন্ধ করুন