আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর দাবি উঠছে একটি মহল থেকে। কিন্তু এখনও সেই পথে হাঁটল না কেন্দ্র। রবিবার (৩১ জুলাই) আয়কর রিটার্ন দাখিলের শেষদিনে তা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হল। কোনওরকম জরিমানা ছাড়া আজকের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করা যাবে বলে জানাল আয়কর দফতর।
রবিবার সকালে আয়কর দফতরের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘৩০ জুলাই পর্যন্ত ৫.১০ কোটির বেশি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। শুধুমাত্র ৩০ জুলাই জমা পড়েছে ৫৭.৫১ লাখ আয়কর রিটার্ন। যদি এখনও পর্যন্ত আপনি (আয়কর রিটার্ন) ফাইল না করে থাকেন, তাহলে নিজেরটা মনে করে দাখিল করবেন। জরিমানা এড়াতে এখনই আয়কর রিটার্ন ফাইল করুন। ২০২২-২৩ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন দাখিলের শেষদিন আজই।’
‘আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর ভাবনাচিন্তা করছে না কেন্দ্র’
এমনিতে নিয়ম অনুযায়ী, প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে গত অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে গত দুটি অর্থবর্ষে সেই সময়সীমা বাড়ানো হলেও এবার সেই সুযোগ দেওয়ার কোনও ভাবনাচিন্তা করছে না কেন্দ্র। গত ২২ জুলাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছিলেন, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে না কেন্দ্র।
আরও পড়ুন: ITR Filing last date: ৩১ জুলাইয়ের মধ্যে কর না দিলেই শাস্তির খাঁড়া! কতদিন পরে কত টাকা জরিমানা?
তিনি জানিয়েছিলেন, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫.৮৯ কোটি আয়কর রিটার্ন (২০২০-২১ অর্থবর্ষ) জমা পড়েছিল। এবার ২০ জুলাই পর্যন্ত ২.৩ কোটির বেশি আয়কর রিটার্ন ফাইল (২০২১-২২ অর্থবর্ষের) করা হয়েছে। সেই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেছিলেন, ‘মানুষ ভাবছিলেন যে প্রতিবারই সময়সীমা বাড়ানো হবে। তাই প্রাথমিকভাবে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ঢিমেতালে চলছিল। কিন্তু এখন আমরা দৈনিক ১৫ লাখ থেকে ১৮ লাখ আয়কর রিটার্ন পাচ্ছি। যা (শেষ কয়েকদিনে) বেড়ে ২৫ লাখ থেকে বেড়ে ৩০ লাখে পৌঁছে যাবে।’
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব আরও বলেছিলেন, 'গতবার শেষদিনে নয় থেকে ১০ শতাংশ আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল। গতবার (শেষদিনে) ৫০ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। এবার (শেষদিনে) এক কোটি রিটার্ন ফাইলের চাপ সামলানোর জন্য আধিকারিকদের বলে দিয়েছি আমি।'