অভিযোগ নিষ্পত্তির জন্য আপিল প্যানেল স্থাপনের পথ প্রশস্ত করতে কেন্দ্র শুক্রবার তথ্য প্রযুক্তি বা আইটি নিয়মে পরিবর্তন করেছে। তিন জন সরকারি কর্মকর্তাকে নিয়ে তৈরি হচ্ছে গ্রিভান্স আপিল কমিটি।
1/5জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার বিধি লঙ্ঘন করে, এমন কোনও পোস্ট সরাতে যদি কোনও সংস্থা অস্বীকার করে, তাহলে সেই সংস্থার বিরুদ্ধে এই প্যানেলের কাছে আবেদন করা যাবে। এই আবহে কমিটির নির্দেশ মানতে হবে সোশ্যাল মিডিয়া সংস্থাকে। ফাইল ছবি: এএফপি (REUTERS)
2/5নতুন নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে গ্রিভান্স আপিল কমিটি গঠন করা হবে। যে কোনও ব্যক্তি কমিটির কাছে অভিযোগ জানাতে পারবেন। কমিটি ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। (REUTERS)
3/5এদিকে প্যানেলের নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে সেই পোস্ট নিয়ে পদক্ষেপ করতে হবে। উল্লেখ্য, এর আগে এই আইটি নিয়ম নিয়ে ফেসবুক, গুগল, টুইটারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কেন্দ্র। বহু ক্ষেত্রে মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। (REUTERS)
4/5ভারতের ঐক্য, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা, সার্বভৌমত্বের বিরোধী যেকোনও পোস্টকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে হবে। অশ্লীল, অপমানজনক, শিশু যৌন নির্যাতন, অন্যের গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত, জাত, বর্ণ, হয়রানিমূলক কোনও পোস্ট করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। (REUTERS)
5/5প্রতিটি অভিযোগ আপিল কমিটিতে একজন চেয়ারপার্সন নিযুক্ত করবে কেন্দ্রীয় সরকার। তাছাড়া দুইজন সদস্যও থাকবেন কমিটিতে। কমিটিতে একজন পদাধিকারবলে সদস্য এবং দুইজন স্বতন্ত্র সদস্য হবেন। (REUTERS)