গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, টুইটারের মতো সংস্থাগুলি পরপর কর্মা ছাঁটাই করছে। বিগত কয়েক মাসে আইটি সেক্টরের কয়েক হাজার কর্মী ছাঁটাই হয়েছেন। এরই মাঝে এবার এইচসিএল টেকনলজিসের সিইও সি বিজয়কুমার দাবি করলেন, আগামী একবছরের মধ্যে ৩০ হাজার কর্মী নিয়োগ করবে তাঁর সংস্থা। মূলত ফ্রেশারদের নিয়োগের ওপর সংস্থা মনোনিবেশ করবে বলে জানান এইচসিএল কর্তা। এদিকে সিইও কর্তার তরফে আরও জানানো হয়, গত কোয়ার্টারের তুলনায় এই ত্রৈমাসিকে অ্যাট্রিশন রেট কমেছে। গত ত্রৈমাসিকে যেখানে কর্মীদের সংস্থা ছাড়ার হার ছিল ২৩ শতাংশের ওপর, সেখানে এই ত্রৈমাসিকে সেই হার ২১.৭ শতাংশ। (আরও পড়ুন: 'সরি', বললেন সুন্দর পিচাই, ছাঁটাই হওয়া ১২ হাজার কর্মীকে কী ক্ষতিপূরণ দেবে গুগল?)
সুইৎজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিকিউ প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে এইচসিএল প্রধান বলেন, 'আমাদের জীবন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা প্রভাবিত হবে। অনলাইন শপিং থেকে ভ্রমণ, সব ক্ষেত্রেই প্রযুক্তি পরবর্তী ধাপে উন্নীত হবে।' এইচসিএল কর্তা আরও বলেন, 'আগামী ১০ বছরে স্থিতিশীল প্রযুক্তি উদ্ভাবনের জন্য ১০ ট্রিলিয়ন ডলার খরচ করা হবে।' তিনি বলেন, 'আমি মনে করি, এটাই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) পরবর্তী ডিজিটাল... আমাদের মতো সংস্থা এই ধরনের নতুন প্রযুক্তি ব্যবহার করে স্থিতিশীল সমাধানসূত্র বের করব।'
কর্মী নিয়োগ প্রসঙ্গ এইচসিএল কর্তা বলেন, 'গত ১৮ মাসে আমরা ফ্রেশারদের নিয়োগ করার ক্ষেত্রে দ্বিগুণ তৎপরতা দেখিয়েছি। আমরা গত ১২ মাসে ৩০ হাজার কর্মী নিয়োগ করেছি। আগামী ১২ মাসে আরও ৩০ হাজার কর্মী নিয়োগ করব আমরা।' তিনি বলেন, 'নতুন বছরে এমন বেশ কিছু জিনিস হয়েছে, যা আমাদের ব্যবসাকে সাহায্য করেছে।'
এদিকে একদিন আগেই গুগল থেকে ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে 'মালিক সংস্থা' অ্যালফাবেট। জানা গিয়েছে, সংস্থার মোট কর্মী সংখ্যার প্রায় ৬ শতাংশকে ছাঁটাই করার পথে হাঁটছে গুগল। গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে, হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে। প্রসঙ্গত, শুধু গুগলই নয়। চলতি অর্থবর্ষে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে বেশ কিছু সংস্থা। মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করছে। অ্যামাজন ছাঁটাই করেছে ১৮ হাজার কর্মী। এদিকে ফেসবুকের মালিক সংস্থা মেটার তরফে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। কর্মী ছাঁটাইয়ের এই হিড়িকে গুগল নবতম সংস্করণ। মূলত, প্রযুক্তি খাতে বড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup