নয়া বছরে একাধিক ব্যক্তিগত ঋণ পাওয়ার কাজটা কঠিন হয়ে গেল। ২০২৫ সালের জানুয়ারি থেকে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যে নিয়ম চালু করেছে, তাতে ১৫ দিনের মধ্যে 'ক্রেডিট ব্যুরো রেকর্ড'-র তথ্য আপডেট করতে হবে ঋণদাতাদের। আগে সেই কাজটা করার জন্য হাতে এক মাস মিলত। নয়া বছর থেকে সেই সময়সীমা অর্ধেক হয়ে যাওয়ায় কম সংখ্যক মানুষ একাধিক ঋণ পাওয়ার মাপকাঠি পূরণ করতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাতে আখেরে ঋণ কাঠামো মজবুত হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
'ক্রেডিট ব্যুরো রেকর্ড'-র তথ্য আপডেটের সময়সীমা কমানো
আর সেই নিয়ম যে ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হবে, তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। গত বছরের অগস্টে আরবিআইয়ের তরফে জানানো হয়েছিল যে 'ক্রেডিট ব্যুরো রেকর্ড'-র তথ্য আপডেটের সময়সীমা কমিয়ে ১৫ দিন করা হচ্ছে। আর সেই নিয়ম চালু করার জন্য ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ১০৫ টাকার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, হাইকোর্টে স্বস্তি ছোলে ভাটুরে বিক্রেতার
কেন এতটা গুরুত্বপূর্ণ নয়া নিয়ম?
আরবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, নয়া নিয়মের ফলে যাঁরা লোনের জন্য আবেদন করবেন, তাঁদের ক্ষেত্রে কতটা ঝুঁকি আছে, তা আরও ভালোভাবে বুঝতে পারবে ঋণদাতারা। অর্থাৎ নয়া নিয়মের ফলে ঋণদাতারা আবেদনকারীদের লোন সংক্রান্ত টাটকা তথ্য জানতে পারবে। এতদিন এক মাসের মধ্যে 'ক্রেডিট ব্যুরো রেকর্ড'-র তথ্য আপডেট করার যে সুযোগ ছিল, তাতে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য না জেনেই ঋণের আবেদন মঞ্জুর করার আশঙ্কা থেকে যেত।
ঋণ ব্যবস্থায় ঝুঁকির মাত্রা কমবে, মত বিশেষজ্ঞদের
এখন যে নয়া নিয়ম চালু হল, তাতে লোনের জন্য আবেদনকারীদের বিষয়ে আরও সাম্প্রতিক তথ্য জানতে পারবে ঋণদাতারা। সেই তথ্যের ভিত্তিতে লোন প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। কমবে ঝুঁকির মাত্রা। সেইসঙ্গে পুরো ঋণ ব্যবস্থা আরও ‘স্বাস্থ্যবান’ হয়ে উঠবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
‘গোল্ড লোন’ নিয়ে আরবিআইয়ের রিপোর্ট
আর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সেই নয়া নিয়ম চালুর মধ্যেই ‘গোল্ড লোন’ নিয়ে নয়া রিপোর্ট প্রকাশ করেছে আরবিআই। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি অর্থবর্ষের (২০২৪-২৫ অর্থবর্ষ) দ্বিতীয় ত্রৈমাসিকে লাফিয়ে বেড়েছে 'গোল্ড লোন'। তবে 'গোল্ড লোন'-র সঙ্গে যুক্ত কয়েকটি 'সুপারভাইজড এনটিটি'-র ক্ষেত্রে অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আরবিআই। সেই বিষয়গুলি শুধরে নেওয়ার জন্য আরবিআই ইতিমধ্যে নির্দেশিকাও জারি করেছে।