মাঠে কাজ করার সময় কাটা পড়েছিল হাত। চিকিৎসা না করে আবর্জনার ব্যাগের মতো ফেলে দেওয়া হয়েছিল ভারতীয় শ্রমিককে। মর্মান্তিক পরিণতির মুখে পড়তে হয়েছে তাঁকে, অনেকটা ওই হরর সিনেমার মতো। বুধবার, ইতালির লাতিনা এলাকায় ঘটেছে ঘটনাটি। মাঠে কাজ করা ৩০ বছর বয়সী ভারতীয় কর্মচারী সতনাম সিং বুধবার মারা গিয়েছেন। মাঠে ঘাস কাটতে গিয়ে মেশিনে কেটে গিয়েছিল সতনামের হাত। এরপর তাঁকে সাহায্য না করে ক্ষেতের মালিক তাঁকে বাড়ির পাশে রাস্তার ধারে একা ফেলে চলে গিয়েছিলেন। ইতালির সেন্ট্রাল-লেফট ডেমোক্রেটিক পার্টিও সতনামের সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা করেছে। এই ব্যবহারকে মানবতার পরাজয় বলেও অভিহিত করেছে।
কী বলছে কর্তৃপক্ষ
সতনামের শোচনীয় অবস্থা দেখে, তাঁর স্ত্রী ও বন্ধুরা স্থানীয় পুলিশকে খবর দিয়েছিলেন। এরপর ভারতীয় এই কর্মচারীকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসার জন্য রাজধানী রোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এখানেই তাঁর মৃত্যু হয়েছে। ইতালির ট্রেড ইউনিয়নও জানিয়েছে, দুর্ঘটনার পর সতনামকে আবর্জনার মতো ফেলে দেওয়া হয়েছিল। ইতালির শ্রমমন্ত্রী মেরিনা ক্যালডেরোন, সংসদে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দুঃখপ্রকাশ করে বলেছেন, এ ঘটনা নিষ্ঠুরতার উদাহরণ। ভারতীয় কর্মীকে সঙ্কটজনক অবস্থায় একা ফেলে রাখা হয়েছিল। কর্মকর্তারা এই পুরো বিষয়টি তদন্ত করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। ইতালির ভারতীয় দূতাবাসও এই ঘটনায় শোক প্রকাশ করেছে। দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে যে তাঁরা বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে। এ বিষয়ে দূতাবাস আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। দূতাবাসের দাবি, আমরা সতনামের তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করার চেষ্টা করছি।
আরও পড়ুন: (Nalanda university: নালন্দা বিশ্ববিদ্যালয়ের ১,৭৪৯ কোটি টাকার নতুন ক্যাম্পাস মনে করাবে পুরনো ভারতকে)
ইতালিতে কাজ করার অনুমতি ছিল না সতনামের
সতনাম সিং ইতালির লাতিনা এলাকায় কাজ করতেন। এটি একটি গ্রামীণ এলাকা, যেখানে হাজার হাজার ভারতীয় কাজের সন্ধানে আসেন। মাঠে কাজ করার জন্য সতনামের কোনও আইনি কাগজপত্র ছিল না। ২০২৩ সালের জানুয়ারির তথ্য অনুযায়ী, ইতালিতে ১ লক্ষ ৬৭ হাজারেরও বেশি ভারতীয় বাস করেন। ২০২৩ সালে এখানে ৮ হাজার ভারতীয় শ্রমিক ছিলেন। আর ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে ভারত ইতালির অভিবাসন চুক্তি পাস করেছিল। এর আওতায় ভারত প্রতি বছর ইতালিতে ২০ হাজার কর্মী পাঠাতে থাকবে।