শিলিগুড়ির জনপ্রিয় সেভোক রোডে এই হোটেলটি গড়ে তোলা হবে। এর ফলে স্থানীয় ও পর্যটক, দুই ক্ষেত্রেই সুবিধা হবে। শিলিগুড়িকে এক বিলাসবহুল 'ডেস্টিনেশনে' পরিণত করার ক্ষেত্রে প্রথম ধাপ হতে পারে এই হোটেল।
1/5শিলিগুড়িতে নতুন হোটেল স্থাপনের ঘোষণা করল ITC। Fortune Hotels ব্র্যান্ডে এই সুবিশাল হোটেলটি গড়ে তোলা হবে। বিমানবন্দর থেকে দূরত্ব মাত্র ১৫ মিনিট। আগামী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নতুন হোটেলটি খুলে যাবে। বিলাসবহুল এই হোটেলে ১২০টি রুম থাকবে বলে জানা গিয়েছে। ছবি: ফরচুন হোটেলস (Fortune Hotels )
2/5শিলিগুড়ির জনপ্রিয় সেভোক রোডে এই হোটেলটি গড়ে তোলা হবে। এর ফলে স্থানীয় ও পর্যটক, দুই ক্ষেত্রেই সুবিধা হবে। শিলিগুড়িকে এক বিলাসবহুল 'ডেস্টিনেশনে' পরিণত করার ক্ষেত্রে প্রথম ধাপ হতে পারে এই হোটেল। ফাইল ছবি: ফেসবুক (Fortune Hotels )
3/5এই বিষয়ে ঘোষণা করে ফরচুন হোটেলস-এর ম্যানেজিং ডিরেক্টর সামির এমসি বলেন, শিলিগুড়ির মাধ্যমে আমরা পূর্ব ভারতে আমাদের ব্যবসা আরও প্রসারিত করতে চাই। এটি একটি গ্রিনফিল্ড প্রকল্প। ফাইল ছবি: আইটিসি গ্রুপ (Fortune Hotels )
4/5তিনি জানান, পশ্চিমবঙ্গে আমাদের তৃতীয় হোটেল। শিলিগুড়ি ভারতের উত্তর-পূর্বের প্রবেশদ্বার। এখানে হসপিটালিটি সেক্টরের একটি সম্ভাবনাময় বাজার রয়েছে। এই রুটের মাধ্যমে যাতায়াতকারীরা শীঘ্রই আমাদের হোটেলে থাকার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন। ফাইল ছবি: আইটিসি (Fortune Hotels )
5/5সময়ের সঙ্গে উত্তরবঙ্গের পর্যটনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আগের তুলনায় ভাল যাতায়াত ব্যবস্থা, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার কারণে অনেকেই সেখানে ছুটি কাটাতে যাচ্ছেন। তাছাড়া কালিম্পং, দার্জিলিংয়ের মতো স্থানে খরচও দেশের অন্য হিল স্টেশনের তুলনায় কম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Fortune Hotels )