প্রশ্ন: আমি চাকুরিজীবী। আমার বেতনের আয়ের পাশাপাশি, এবছর আমার ইক্যুইটি মিউচুয়াল ফান্ড মারফতও আয় হয়েছে। আমাকে কতটা কর দিতে হবে?
- নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে যে মুনাফা হয় তা অবশ্যই করযোগ্য। আপনার বেতনের সাথে সম্পর্কিত কর সাধারণত আপনার নিয়োগকর্তাই কেটে নেন। এদিকে আপনার মিউচুয়াল ফান্ড লেনদেনের উপর কর নির্ভর করবে সেটা ইকুইটি-ভিত্তিক নাকি ঋণ তহবিল তার উপর। সেই সঙ্গে কতদিন ধরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ছিল, সেটাও ধরা হবে।
ইকুইটি ভিত্তিক স্কিম, যাতে ১২ মাস বা তারও কম সময় ধরে বিনিয়োগ করা হয়েছিল, সেরকম ক্ষেত্রে মুনাফার উপর সেকশন 111A-এর অধীনে ১৫% হারে কর দিতে হয়।
তবে, ১২ মাসেরও বেশি সময় ধরে রাখা ইক্যুইটি ভিত্তিক স্কিমে মুনাফাকে দীর্ঘমেয়াদী মূলধনের লাভ হিসাবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে সেকশন 112A-এর অধীনে ১০% হারে কর ধার্য করা হয়।
( উত্তর দিচ্ছেন কর ও বিনিয়োগ বিশেষজ্ঞ বলবন্ত জৈন। )