আগামী বছরের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল 'ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল' (জেএসি)। তাদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা চাইলে অনলাইনেই সেই নির্ঘণ্ট দেখতে পারবে এবং প্রয়োজনে তারা সেটা ডাউনলোড করেও নিজেদের কাছে রেখে দিতে পারে।
জেএসি-র পেশ করা এই নির্ঘণ্ট বা তালিকা অনুসারে, আগামী বছর ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে থিয়োরি পরীক্ষা। দশম এবং দ্বাদশ - এই দু'টি শ্রেণিতেই ওই দিন থেকেই পরীক্ষা শুরু করা হবে। থিয়োরি পরীক্ষা শেষ হবে আগামী ৩ মার্চ।
দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে আইআইটি এবং অন্য়ান্য ভোকেশনাল বিষয়গুলির সঙ্গে। যেখানে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে শুধুমাত্র ভোকেশনাল বিষয়গুলি দিয়েই।
দশম এবং দ্বাদশ - এই দু'টি শ্রেণিতেই বোর্ড পরীক্ষা নেওয়া হবে ৩ ঘণ্টা ১৫ মিনিট ধরে। সংশ্লিষ্ট নির্দেশিকায় তেমনটাই জানানো হয়েছে।
দশম শ্রেণির পরীক্ষাগুলি নেওয়া হবে সকালে। পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়া হবে দুপুরে। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে এবং চলবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।
পরীক্ষা নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু একই দিনে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং যেহেতু দশম ও দ্বাদশ - দু'টি শ্রেণিতেই প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী রয়েছে, তাই পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতে একসঙ্গে প্রচুর পরীক্ষার্থীর ভিড় না হয়, তা নিশ্চিত করতেই দশম শ্রেণির পরীক্ষা সকালে এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তরফে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিষয়টি ভালো করে বুঝিয়ে দেয়। যাতে পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়েই পরীক্ষাকেন্দ্রে আসে। এবং নির্ধারিত সময়ের আগে বা পরে যেন সেখানে ভিড় না করে।
বোর্ডের তরফে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছেও একই আবেদন করা হয়েছে। এবং তা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
তবে, থিয়োরি পরীক্ষা ৩ মার্চের মধ্য়ে শেষ হয়ে গেলেও ৪ তারিখ থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা। যা চলবে ২০ মার্চ পর্যন্ত। স্কুলের প্রিন্সিপালদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্য়ে প্র্য়াকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা শিক্ষা কার্যালয় থেকে অবশ্যই সংগ্রহ করে নেন।
সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেই প্র্য়াকটিক্য়াল পরীক্ষার নম্বর জেএসি-র পোর্টালে আপলোড করতে হবে। পাশাপাশি, সেখানে তাদের স্কুলের অভ্য়ন্তরীণ পরীক্ষাগুলিরও মূল্যায়নের তথ্য প্রকাশ করতে হবে।
দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ নির্ঘণ্ট পেতে পরীক্ষার্থীরা জেএসি-র অফিসিয়াল ওয়েবসাইট jac.jharkhand.gov.in -থেকে সেই নথি ডাউনলোড করে নিতে পারে। তাদের পরপর যে মেনুগুলিতে যেতে হবে, সেগুলি হল - এগজামিনেশন - এগজামিনেশন প্রোগ্রাম - জেএসি টাইম টেবল ২০২৫ ক্লাস ১০/ক্লাস ১২।