বাংলা নিউজ > ঘরে বাইরে > নানা অভিযোগ তুলেছিলেন আগে, এবার প্রধান বিচারপতিকে উষ্ণ অভ্যর্থনা অন্ধ্র সরকারের

নানা অভিযোগ তুলেছিলেন আগে, এবার প্রধান বিচারপতিকে উষ্ণ অভ্যর্থনা অন্ধ্র সরকারের

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি (ANI) (HT_PRINT)

রবিবার রাজভবনে একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে।

প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর আট মাস কেটে গিয়েছে। এবার শনিবার প্রধান বিচারপতি এনভি রামানাকে তাঁর নিজের মাটি অন্ধ্রপ্রদেশে সংবর্ধনা জানানো হবে। মুখ্য়মন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির তৎপরতায় অন্ধ্রপ্রদেশ সরকার এই আয়োজন করছে। মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে খবর, তুম্মালাপল্লিতে একটি চা চক্রের আয়োজন করা হয়েছে। মুখ্য়মন্ত্রী প্রধান বিচারপতিতে সংবর্ধনা দেবেন। রবিবার রাজভবনে একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সেখানে রাজ্যপাল ও প্রধান বিচারপতির পাশাপাশি মুখ্য়মন্ত্রীও থাকবেন।  

 

তবে সূত্রের খবর শনিবার অনুষ্ঠানের পরে প্রধান বিচারপতির সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রীর একক কথাবার্তাও হতে পারে। তবে এর আগে বিচারপতি রামান্নার বিরুদ্ধে মুখ্য়মন্ত্রী নানা অভিযোগ তুলতেন। তবে এবারই প্রথম তিনি তাঁর সঙ্গে আলোচনায় বসবেন। এমনকী তিনি এমন অভিযোগও তুলেছিলেন যে জাস্টিস রামানা প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অন্ধপ্রদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তখন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি। এমনকী তিনি রাজ্যের চিফ জাস্টিসকেও প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছিলেন। এমনকী বিচারপতি রামান্নার মেয়ের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ তুলে সিআইডি তদন্তের উদ্যোগ নিয়েছিল সরকার। তবে চলতি বছরের ১৯শে জুলাই সেই মামলা অবশ্য় সুপ্রিম কোর্টে ডিসমিস হয়ে যায়। তবে এর আগের হায়দরাবাদে সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁকে। তিরুপতিতেও গিয়েছিলেন তিনি। তবে এতদিনে অন্ধ্র সরকার তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার কথা জানিয়েছে। 

 

বন্ধ করুন