বাংলা নিউজ > ঘরে বাইরে > Jagannath Rath Yatra 2022: রথযাত্রায় আমেদাবাদে মঙ্গল আরতিতে অমিত শাহ, পুরীর শিডিউল প্রকাশ্যে

রথযাত্রা ঘিরে সাজো সাজো রব দেশ জুড়ে। বহু জায়গায় রথযাত্রার পুজো সম্পন্ন করেই বেরিয়ে পড়েছে রথ। করোনা কাল কাটিয়ে আজ রথযাত্রা ঘিরে ভক্ত সমাগম চোখে পড়ার মতো রয়েছে। এদিকে, বাংলার মাহেশ থেকে মায়াপুরে ভক্তদের ভিড় যেমন দেখা যাচ্ছে তেমনই পুরীতেও রয়েছে ভিড়। এদিকে, আমেদাবাদেও ভক্তদের ঢল নেমেছে রাস্তায়।

আমেদাবাদে জগন্নাথদেবের ১৪৫ বছরের পুরনো রথযাত্রার সূচনা লগ্নে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। গুজরাতের ভূমিপুত্র অমিত শাহ এদিন জগন্নাথ দেবের কাছে মঙ্গল আরতি করেন। রথযাত্রার পুজোয় শামিল ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিকে, শুধু আমেদাবাদেই নয়, পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে ব্যাপক উৎসাহ উত্তেজনা দেখা যায়। ইতিমধ্যেই পুরীর রথযাত্রার শিডিউল প্রকাশ্যে আনা হয়েছে। রথযাত্রার পর এই ৪ রাশির ভাগ্যে আসবে অর্থের জোয়ার! জ্য়োতিষমতে 'লাকি' রাশি কারা?

পুরীতে ১ জুলাই রয়েছে রথযাত্রা প্রারম্ভের দিবস। ৫ জুলাই রয়েছে হেরা পঞ্চমী। ৮ জুলাই রয়েছে সান্ধ্য দর্শন। ৯ জুলাই রয়েছে বহুদা যাত্রা। ১০ জুলাই রয়েছে সুনাবেশা। ১১ জুলাই রয়েছে আধার পানা। ১২ জুলাই রয়েছে নিলাদ্রী বিজে। উল্লেখ্য, রথযাত্রা শুরুর পর ৮ দিন বাদে রথে চড়ে ফের মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেন জগন্নাথদেব, শুভদ্রা দেবী ও বলভদ্র দেব। সেই রীতি মেনেই দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে এই উৎসব।

 

বন্ধ করুন