বাংলা নিউজ > ঘরে বাইরে > Jagdeep Dhankar: ‘রাজ্যপাল থাকাকালীন আমি কখনও মমতাকে অসম্মান করিনি’ বললেন জগদীপ ধনখড়

Jagdeep Dhankar: ‘রাজ্যপাল থাকাকালীন আমি কখনও মমতাকে অসম্মান করিনি’ বললেন জগদীপ ধনখড়

রাজস্থান বিধানসভায় সংবর্ধনা অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

উপরাষ্ট্রপতি বলেন, ‘যে যাই বলুক না কেন মমতার অসম্মান করার মতো আমি একটি শব্দও উচ্চারণ করেননি। যা কিছু করেছি প্রকাশ্যে এবং লিখিতভাবে।’ উপ-রাষ্ট্রপতি নির্বাচনের সময় মমতার সঙ্গে তাঁর কিছু কথোপকথনও তিনি তুলে ধরেন। জগদীপ বলেন, ‘আমি মমতাকে বলেছিলাম যে আমি আর আপনার রাজ্যের রাজ্যপাল নই।’

‘রাজ্যপাল থাকাকালীন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার মতো কোনও শব্দ ব্যবহার করিনি।’ এমনটাই বললেন উপ-রাষ্ট্রপতি তথা পশ্চিমবাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধানখড়। রাজস্থান বিধানসভায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলার পাশাপাশি তৃণমূল উপ-রাষ্ট্রপতি ভোটদানে বিরত থাকার জন্য মমতা বন্দোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূলের প্রতিনিধিদল, কেন এই সাক্ষাৎ?

উপ-রাষ্ট্রপতি বলেন, ‘যে যাই বলুক না কেন মমতার অসম্মান করার মতো আমি একটি শব্দও উচ্চারণ করেননি। যা কিছু করেছি প্রকাশ্যে এবং লিখিতভাবে।’ উপরাষ্ট্রপতি নির্বাচনের মমতার সঙ্গে তাঁর কিছু কথোপকথনও তিনি তুলে ধরেন। জগদীপ বলেন, ‘আমি মমতাকে বলেছিলাম যে আমি আর আপনার রাজ্যের রাজ্যপাল নই। আপনার হৃদয়ে আপনার হাত রাখুন এবং আমি সংবিধান বিরোধী কিছু করেছি কিনা তা ভাবুন।’

প্রসঙ্গত, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা জোট ঘোষণার কিছুদিন পরে তৃণমূল জানায়, তারা ভোটদানে বিরত থাকবে ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সিদ্ধান্ত জগদীপ ধনখড়ের জন্য শাপে বর হয়েছিল। এই প্রসঙ্গ উত্থাপন করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জগদীপের কাছে জানতে চান তিনি কী ‘জাদু’ করেছিলেন?

উত্তরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেন, ‘আমি রাজনীতির কিছু বুঝি না ৷ বরং মুখ্যমন্ত্রী গেহলতই ভালো ব্যাখ্যা দিতে পারবেন-- কীভাবে এবং কেন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিতে চেয়েছেন আমি তাতে সম্মতি জানিয়েছিলাম।’

বন্ধ করুন