বাংলা নিউজ > ঘরে বাইরে > শাহের কড়া বার্তার পরই ‘অ্যাকশন’, জাহাঙ্গীরপুরীতে গুলি চালানো যুবক পুলিশের জালে

শাহের কড়া বার্তার পরই ‘অ্যাকশন’, জাহাঙ্গীরপুরীতে গুলি চালানো যুবক পুলিশের জালে

ধৃত সোনু ওরফে ইমামলা ইউনুস (ANI)

২৮ বছর বয়সি সোনু ওরফে ইমামলা ইউনুসকে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগেও গুলি চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।

হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গীরপুরীতে যে হিংসার ঘটনা ঘটেছে, তাতে এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ২৮ বছরের এক যুবক রয়েছে যে কি না হিংসা চলাকালীন গুলি চালিয়েছিল। একটি ভাইরাল ভিডিয়োতে সেই যুবককে গুলি চালাতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োর ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে সোনু ওরফে ইমামলা ইউনুস নামক সেই যুবককে। পাশাপাশি শেখ হামিদ নামক ৩৬ বছর বয়সি এক ব্যক্তিকেও পুলিশ গ্রেফতার করে গতকাল। হামিদের বিরুদ্ধে বোতল সরবরাহ করার অভিযোগ। এই বোতলই নাকি ছোড়া হয়েছিল হনুমান জয়ন্তী মিছিল লক্ষ্য করে।

এদিকে দিল্লি হিংসার ‘মূল ষড়যন্ত্রী’ আনসারও পুলিশের জালে ধরা পড়েছে। এর আগে মহম্মদ আসলাম নামক এক ২১ বছর বয়সি যুবককেও গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ছিল। তার ছোড়া গুলিতে একজন পুলিশকর্মী জখম হন বলে অভিযোগ। শনিবারের ঘটনায় দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৪৭ (দাঙ্গা) এবং ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের অন্যান্য প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে এফআইআর নথিভুক্ত করেছে।

এদিকে হিংসার ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লির পদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ পেতেই অমিত শাহ পুলিশ কমিশনার ও স্পেশাল কমিশনারের সঙ্গে কথা বলেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে দিল্লির পাশাপাশি হনুমান জয়ন্তীতে হিংসার ঘটনা ঘটে উত্তরাখণ্ড, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশেও। উল্লেখ্য, এর আগে রাম নবমী ঘিরেও দেশ জুড়ে বিভিন্ন জায়গা হিংসার সাক্ষী থেকেছিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম ৭ রাশির কর্মজীবনে আসবে দুর্দান্ত সাফল্য, দেখুন কী বলছে সাপ্তাহিক ট্যারো রাশিফল বিহারে দশমীর ভোরে গুলি, পুজো মণ্ডপের কাছেই রক্তাক্ত চার যুবক ‘মুখ্যমন্ত্রী তো উৎসবে! আমরা রান্না করিনি বাড়িতে,’ অরন্ধনে নির্যাতিতার পরিবার সম্পত্তির লোভে বাবা–মাকে খুন! দুর্গাপুরে অভিযুক্ত ছেলে–বৌমাকে আটক করল পুলিশ ভাঁড়ে জমানো টাকা জুনিয়র ডাক্তারদের দিল খুদে! অনশন ভাঙার পরে খেতে বলল সেটা দিয়ে বিয়ের পর প্রথম পুজো, বিজয়ায় সিঁদুরে রাঙা দর্শনা, বাছলেন টুকটুকে লাল শাড়ি চার-ছক্কায় সর্বাধিক রান, বাংলাদেশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে বিশ্বরেকর্ড ভারতের বড় ডিজাইনাররাও ‘বহিরগত’দের পোশাক দেন না! বলিউড নিয়ে আর কী ক্ষোভ জানলেন মীরা? মায়ানগরীতেই লিভ ইনে বাবা! মাকে নিয়ে সারা-জারা মুম্বই যেতে, কী প্রতিক্রিয়া যিশুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.