বাংলা নিউজ > ঘরে বাইরে > Jai Shree Ram Slogan by Kejriwal: কেজরির নামে ‘হিন্দু বিরোধী’ পোস্টার গুজরাটে, পালটা ‘জয় শ্রী রাম’ ধ্বনি AAP নেতার

Jai Shree Ram Slogan by Kejriwal: কেজরির নামে ‘হিন্দু বিরোধী’ পোস্টার গুজরাটে, পালটা ‘জয় শ্রী রাম’ ধ্বনি AAP নেতার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (ছবি - পিটিআই) (HT_PRINT)

কেজরির নামে ‘হিন্দু বিরোধী’ পোস্টার পড়েছিল গুজরাটের বরোদায়। সেখানেই এক জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল ‘জয় শ্রী রাম’ ধ্বনি।

দিল্লিতে বুদ্ধ ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে হিন্দু দেবতাদের অপমান করার অভিযোগ উঠেছিল দিল্লির মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের বিরুদ্ধে। এই আবহে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকেও ‘হিন্দু বিরোধী’ তকমা দেয় বিজেপি। এই আবহে মাথায় টুপি দেওয়া কেজরির ‘হিন্দু বিরোধী’ পোস্টার পড়েছিল গুজরাটের বরোদায়। সেখানেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের। এই আবহে বরোদার অনুষ্ঠানে যোগ দিয়ে আগত জনতাদের ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে স্বাগত জানালেন কেজরিওয়াল। নিজের ‘হিন্দু বিরোধী’ তকমা মুছতেই কেজরির এহেন কীর্তি বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবারের শভায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল হিন্দু পৌরাণিক প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন যে বিজেপি আদতে ‘দেবতাদের অপমান করছে’। তিনি ‘জয় শ্রী রাম’ এবং ‘জয় শ্রী কৃষ্ণ’ ধ্বনি দেন এবং নিজেকে হনুমানজির একজন অবিচল ভক্ত বলে অভিহিত করেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আপ নেতা রাজেন্দ্র গৌতম। সভায় আপ মন্ত্রী বলেন, ‘ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরে বিশ্বাস নেই আমার। কোনও দেবতার পুজোও করব না আমি।’ এরপর বিজেপির তরফে টুইট করে লেখা হয়, ‘দেখুন কীভাবে কেজরিওয়ালের মন্ত্রী হিন্দুদের বিরুদ্ধে বিষ ছড়িয়ে দিচ্ছেন। কেজরিওয়াল ও আপ-এর হিন্দুবিরোধী মুখ সবার সামনে এসে পড়েছে। জনসাধারণ শীঘ্রই হিন্দুবিরোধী আপ-কে উপযুক্ত জবাব দেবে। কেজরিওয়ালের লজ্জা হওয়া উচিত।’ বরোদায় কেজরি বিরোধী পোস্টার পড়ে। সেগুলি সরাতে যায় আপ কর্মীরা। সেই সময় বিজেপি কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষও বাঁধে। এত কিছুর মাঝে কেজরি নিজের ভাবমূর্তি ঠিক রাখতে বিজেপির ‘জয় শ্রী রাম’ মন্ত্রেই ভরসা রাখলেন।

বন্ধ করুন