PMGKAY বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি বলেন, 'কেন্দ্র অবিলম্বে ২০২১ সালের আদমশুমারি করুক। রেশন কার্ডহীন পরিযায়ী শ্রমিকদের রেশন সরবরাহ করা হোক।' তিনি আরও বলেন, এতে সবেচেয়ে বেশি লাভ হবে মোদী সরকারের। তারা ১ লক্ষ কোটি টাকারও বেশি সাশ্রয় করবে। এদিকে বঞ্চিত রেশন কার্ডধারীদের খরচ বাড়বে।
1/5দীর্ঘদিন চলার পর ১ জানুয়ারি ২০২৩ থেকে বন্ধ হয়েছে প্রধানমন্ত্রী গরিব অন্ন কল্যাণ যোজনা। আর তার বিরুদ্ধেই প্রতিবাদে সরব হলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। PMGKAY বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি বলেন, 'কেন্দ্র অবিলম্বে ২০২১ সালের আদমশুমারি করুক। রেশন কার্ডহীন পরিযায়ী শ্রমিকদের রেশন সরবরাহ করা হোক।' ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5এক বিবৃতিতে তিনি বলেন, '২০২৩ সালটি একটি হতাশাজনক খবর দিয়ে শুরু হল। প্রধানমন্ত্রী গরিব অন্ন কল্যাণ যোজনা বন্ধ রকরে দিল কেন্দ্র। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (NFSA) এর অধীনে প্রত্যেক সুবিধাভোগী ৫ কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য পাচ্ছিলেন। গত ২ বছর ধরে ৮১ কোটি ভারতীয় ১০ কেজি করে খাদ্যশস্য পাচ্ছিলেন। এদিকে এখন সেটি হঠাত্ কমে ৫ কেজিতে নেমে এল। রাজ্য সরকারগুলির সঙ্গে কোনও আলোচনা না করেই হঠাত্ ৫০% রেশন হ্রাস করা হল। সংসদেও কোনও আলোচনা না করেই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।' ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5তিনি আরও বলেন, এতে সবেচেয়ে বেশি লাভ হবে মোদী সরকারের। তারা ১ লক্ষ কোটি টাকারও বেশি সাশ্রয় করবে। এদিকে বঞ্চিত রেশন কার্ডধারীদের খরচ বাড়বে। ফাইল ছবি: এএনআই (PTI)
4/5আরও একধাপ এগিয়ে তিনি বলেন, মোদী সরকার ৫ কেজির বিনামূল্যে রেশনকে নিয়ে খালি ঢাক পেটাচ্ছে। বলছে এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এদিকে এটি এমনিতেই NFSA আইনের অধীনে দরিদ্রদের প্রাপ্য। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5জয়রাম রমেশ বলেন, '২০১৩ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী NFSA-এর বিরোধিতা করেছিলেন। MGNREGA থেকে NFSA- মুখ্যমন্ত্রী মোদী UPA-এর জনদরদি নীতিগুলির বিরোধিতা করেছিলেন। কিন্তু আজ প্রধানমন্ত্রী মোদী সেগুলির জন্য কৃতিত্ব নেন। তিনি সত্যিই পাল্টি খেতে ওস্তাদ।' ফাইল ছবি: এএনআই (PTI)