শুক্রবার থেকে মুম্বইতে শুরু হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দুই দিনের সন্ত্রাসবিরোধী বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকর ২৬/১১ মুম্বই হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি এই অনুষ্ঠানেই মুম্বই হামলার মূলচক্রী তথা পাকিস্তানি জঙ্গি সাজিদ মীরের অডিয়ো ক্লিপ প্রকাশ করে ভারত। অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, মুম্বইতে ২৬/১১ সন্ত্রাসী হামলার সময় চাবাদ হাউসে হামলা নির্দেশ দিতে শোনা যায় সাজিদ মীরকে। এই অডিয়ো ক্লিপ এখন পাকিস্তানের বিরুদ্ধে এক অনস্বীকার্য প্রমাণ।
এদিকে জয়শংকর বলেন, ‘ভারতীয় পুলিশ বাহিনীর ১৮ সদস্য, তাজ হোটেলের ১২ জন কর্মী এবং নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হন। আমরা ২৬/১১ স্মৃতিস্থলে তাঁদের শ্রদ্ধা জানাই। আমরা তাঁদের বীরত্ব এবং তাঁদের সংকল্পকে স্যালুট করি।’ বিদেশমন্ত্রীর কথায়, ‘মুম্বইয়ে হামলা আদতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর হামলা।’ তিনি বলেন, ‘হত্যার আগে নির্দিষ্ট দেশের নাগরিকদের চিহ্নিত করা হয়েছিল। ফলস্বরূপ, সন্ত্রাসবাদ মোকাবিলায় রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের উচিত জঙ্গিদের প্রকাশ্যে চ্যালেঞ্জ করা।’
ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘আমাদের একসাথে এই বার্তাটি দেওয়া উচিত যে আন্তর্জাতিক সম্প্রদায় কখনও সন্ত্রাসীদের ছেড়ে দেবে না এবং ন্যায়বিচার প্রদানে কখনই হাল ছাড়বে না। ২৬/১১ কখনও ভোলা যাবে না।’ তিনি বলেন, ‘২৬/১১-র জঙ্গি হামলার মূলচক্রী এবং ষড়যন্ত্রকারীরা এখনও সুরক্ষিত আছেন। তাদের সাজা হয়নি।’ তিনি আরও জানান, মুম্বই হামলার চক্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওযার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।