বাংলা নিউজ > ঘরে বাইরে > Jaishankar on 26/11 Mumbai Attack: মুম্বইতে UNSC-র অনুষ্ঠানে ২৬/১১ হামলার মূলচক্রীর অডিয়ো টেপ প্রকাশ ভারতের!

Jaishankar on 26/11 Mumbai Attack: মুম্বইতে UNSC-র অনুষ্ঠানে ২৬/১১ হামলার মূলচক্রীর অডিয়ো টেপ প্রকাশ ভারতের!

বিদেশমন্ত্রী এস জয়শংকর  (ANI)

জয়শংকর বলেন, ‘২৬/১১-র জঙ্গি হামলার মূলচক্রী এবং ষড়যন্ত্রকারীরা এখনও সুরক্ষিত আছেন। তাদের সাজা হয়নি।’ তিনি আরও জানান, মুম্বই হামলার চক্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওযার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।

শুক্রবার থেকে মুম্বইতে শুরু হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দুই দিনের সন্ত্রাসবিরোধী বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকর ২৬/১১ মুম্বই হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি এই অনুষ্ঠানেই মুম্বই হামলার মূলচক্রী তথা পাকিস্তানি জঙ্গি সাজিদ মীরের অডিয়ো ক্লিপ প্রকাশ করে ভারত। অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, মুম্বইতে ২৬/১১ সন্ত্রাসী হামলার সময় চাবাদ হাউসে হামলা নির্দেশ দিতে শোনা যায় সাজিদ মীরকে। এই অডিয়ো ক্লিপ এখন পাকিস্তানের বিরুদ্ধে এক অনস্বীকার্য প্রমাণ।

এদিকে জয়শংকর বলেন, ‘ভারতীয় পুলিশ বাহিনীর ১৮ সদস্য, তাজ হোটেলের ১২ জন কর্মী এবং নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হন। আমরা ২৬/১১ স্মৃতিস্থলে তাঁদের শ্রদ্ধা জানাই। আমরা তাঁদের বীরত্ব এবং তাঁদের সংকল্পকে স্যালুট করি।’ বিদেশমন্ত্রীর কথায়, ‘মুম্বইয়ে হামলা আদতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর হামলা।’ তিনি বলেন, ‘হত্যার আগে নির্দিষ্ট দেশের নাগরিকদের চিহ্নিত করা হয়েছিল। ফলস্বরূপ, সন্ত্রাসবাদ মোকাবিলায় রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের উচিত জঙ্গিদের প্রকাশ্যে চ্যালেঞ্জ করা।’

ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘আমাদের একসাথে এই বার্তাটি দেওয়া উচিত যে আন্তর্জাতিক সম্প্রদায় কখনও সন্ত্রাসীদের ছেড়ে দেবে না এবং ন্যায়বিচার প্রদানে কখনই হাল ছাড়বে না। ২৬/১১ কখনও ভোলা যাবে না।’ তিনি বলেন, ‘২৬/১১-র জঙ্গি হামলার মূলচক্রী এবং ষড়যন্ত্রকারীরা এখনও সুরক্ষিত আছেন। তাদের সাজা হয়নি।’ তিনি আরও জানান, মুম্বই হামলার চক্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওযার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।

পরবর্তী খবর

Latest News

লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.