বাংলাদেশে যে শেখ হাসিনা বিরোধী একটা ঢেউ উঠেছিল, তা ভারত জানত আগে থেকেই। তবে সেই বিষয়ে দিল্লি হস্তক্ষেপ করতে পারেনি। দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি নাকি বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। প্রতিবেদনে বলা হয়েছে, সংসদীয় কমিটিকে নাকি জয়শংকর বলেন, 'আমরা শুধু হাসিনাকে পরামর্শই দিতে পারতাম'। এদিকে বাংলাদেশের সঙ্গে চিনের সম্পর্ক প্রসঙ্গে জয়শংকর বলেন, 'এই ক্ষেত্রে চিন ভারতের শত্রু নয়, বরং তারা আমাদের প্রতিদ্বন্দ্বী মাত্র'। (আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ-মায়ানমার সীমান্ত, পরপর গুলি আরাকান আর্মির, গুলিবিদ্ধ ২)
আরও পড়ুন: আওয়ামি লিগকে ফেরাতে গোপন বৈঠক ক্যান্টনমেন্টে? বিতর্কের আবহে মুখ খুলল সেনা
এদিকে সূত্রের বরাত দিয়ে সেই রিপোর্টে দাবি করা হয়েছে, বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন, এ ব্যাপারে ভারত কী পদক্ষেপ নিচ্ছে। এই নিয়ে জয়শংকর নাকি সংসদীয় কমিটিকে জানান, ঢাকা দাবি করেছে হিন্দুদের ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং সেগুলি ধর্মীয় কারণে ঘটানো হয়নি। জয়শঙ্কর বলেন, ভারত সরকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখে চলেছে এবং এই সংক্রান্ত উদ্বেগ উত্থাপিত হয়েছে। ভবিষ্যতেও সরকারের এই প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। (আরও পড়ুন: কাঁটার সিংহাসনে ইউনুস! নাহিদের দলের নেতা বললেন, ‘যুদ্ধ প্রধান উপদেষ্টার সঙ্গে…’)
আরও পড়ুন: জাল আধার-প্যান বানিয়ে দিল্লিতে ধৃত পশ্চিমবঙ্গের ৩ সহ ৮ চক্রী,জালে বহু বাংলাদেশি
থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার করতে চাইছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই বিষয়ে ঢাকার তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানানো হয়েছে দিল্লিকে। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন নিজে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। সেই বিষয়টি নিয়েও কমিটির বৈঠকে মুখ খুলেছিলেন জয়শংকর। বার্তাসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে জয়শংকর বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী থাইল্যান্ডের ব্যাঙ্ককে ২ থেকে ৪ এপ্রিল বিমস্টেক (দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। জয়শংকর জানিয়েছেন, পাকিস্তানের দৃষ্টিভঙ্গির কারণে সার্ক নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এই কারণে ভারত বিমসটেককে শক্তিশালী করার চেষ্টা করছে।