বাংলা নিউজ > ঘরে বাইরে > Jaishankar Slams Pakistan: ‘প্রতিবেশীদের আইটি মানে – ইন্টারন্যাশনাল টেররিস্ট’, পাকিস্তানকে খোঁচা জয়শঙ্করের

Jaishankar Slams Pakistan: ‘প্রতিবেশীদের আইটি মানে – ইন্টারন্যাশনাল টেররিস্ট’, পাকিস্তানকে খোঁচা জয়শঙ্করের

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (এএনআই) (ANI)

জয়শঙ্কর বলেন, ‘ভারত যেখানে তথ্য-প্রযুক্তি (আইটি) ক্ষেত্রে দক্ষ, সেখানেই আমাদের প্রতিবেশী পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসের (ইন্টারন্যাশনাল টেররিজম-আইটি) ক্ষেত্রে দক্ষ। এ বছরের পর বছর ধরে চলছে।’

ভারতের আইটি বনাম পাকিস্তানের আইটি, এভাবেই প্রতিবেশী দেশকে সন্ত্রাসবাদ নিয়ে খোঁচা দিলেন এস জয়শঙ্কর। এদিন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ভারতকে ‘তথ্য-প্রযুক্তি’ বা আইটি ক্ষেত্রে দক্ষ বলে অভিহিত করেন। আর তুলনা টেনে পাকিস্তানকে ‘ইন্টারন্যাশনাল টেররিজম’ বা ‘আইটি’ ক্ষেত্রে দক্ষ বলে আখ্যা দেন। জয়শঙ্কর বলেন, ‘ভারত যেখানে তথ্য-প্রযুক্তি (আইটি) ক্ষেত্রে দক্ষ, সেখানেই আমাদের প্রতিবেশী পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসের (ইন্টারন্যাশনাল টেররিজম-আইটি) ক্ষেত্রে দক্ষ। এ বছরের পর বছর ধরে চলছে।’

জয়শঙ্কর আরও বলেন, ‘আমরা বিশ্বকে বোধাতে চাই যে সন্ত্রাসবাদ সবার জন্য ঝুঁকিপূর্ণ। আজ এটা আমাদের বিরুদ্ধে হচ্ছে, পরবর্তীতে তা আপনাদের বিরুদ্ধেও হতে পারে।’ তিনি এরপর বলেন, ‘বর্তমানে বিশ্ব সন্ত্রাসবাদের বিষয়টি আরও ভালোভাবে বুঝেছে। পৃথিবী আর সহ্য করছে না এই সন্ত্রাসবাদের। সন্ত্রাসবাদী দেশগুলি চাপের মধ্যে রয়েছে।’ জয়শঙ্কর বলেন, ‘এটি (ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ) বছরের পর বছর ধরে চলছে। কিন্তু আমরা সম্প্রতি বিশ্বকে বোঝাতে সফল হয়েছি যে সন্ত্রাসবাদের প্রভাব বিশ্বব্যাপী। আজ যদি আমরা এর শিকার হই, আগামিকাল আপনিও এর শিকার হতে পারেন।’

সম্প্রতি আমেরিকায় গিয়ে মার্কিন-পাক সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেছিলেন, ওয়াশিংটন যে ইসলামাবাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তাতে আমেরিকার স্বার্থ চরিতার্থ হবে না। উল্লেখ্য, এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের স্বার্থে আমেরিকার তরফএ ৪৫০ মিলিয়ন ডলার সাহায্য দেওয়া হয় পাকিস্তানকে। সেই প্রসঙ্গেই প্রশ্ন করা হয় জয়শঙ্করকে। তখন তিনি সাফ বলেন, ‘এটা এমন একটি সম্পর্ক যেখানে পাকিস্তান কিংবা আমেরিকা কারোর স্বার্থই চরিতার্থ হবে না।’

বন্ধ করুন